ETV Bharat / state

স্কুল থেকে ফেরার পথে উধাও, পরে খুঁজে পেল পুলিশ

author img

By

Published : Nov 18, 2019, 10:21 PM IST

স্কুল ছুটির পর কলকাতার এক নামী স্কুলের ছাত্র দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের তরফে মিসিং ডায়েরি করা হয় । পরে রাত সাড়ে আটটা নাগাদ তাকে খুঁজে পায় পুলিশ ।

ছবিটি প্রতীকী

কলকাতা, 18 নভেম্বর : স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছিল কলকাতার এক নামী স্কুলের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া । পরে রাত সাড়ে আটটা নাগাদ তাকে খুঁজে পায় পুলিশ । ঘটনাটি বেনিয়াপুকুর থানা এলাকার । পরিবারের প্রাথমিক সন্দেহ, অপহরণ করা হয়েছিল ছেলেটিকে । থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল ।

কলকাতার সেন্ট জেমসের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া অক্ষত গুপ্তা আজ সকালে স্কুল গিয়েছিল । স্কুল থেকে পুল কারে প্রতিদিন বাড়ি ফেরে সে । কিন্তু আজ অক্ষত পুল কারে বাড়ি ফেরেনি । পরিবারের তরফে স্কুলে যোগাযোগ করা হয় । তখন স্কুল থেকে জানানো হয়, অক্ষত পুল কারে ওঠেইনি । এরপর ফুলবাগান থানায় যায় অক্ষতের পরিবার । সেখান থেকে বেনিয়াপুকুর থানায় গিয়ে মিসিং ডায়েরি করে পরিবার । পুলিশ তদন্তে নেমে রাত সাড়া আটটা নাগাদ তাকে খুঁজে পায় ।

তবে, অক্ষতকে অপহরণ করা হয়েছিল, না এর পেছনে অন্য কোনও বিষয় ছিল তা খতিয়ে দেখছে পুলিশ । তদন্তে সাহায্য নেওয়া হচ্ছে স্কুল সংলগ্ন এলাকার CCTV ফুটেজের ।

Intro:কলকাতা, 18 অক্টোবর: স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গেল ক্লাস সিক্সের পড়ুয়া। ঘটনা বেনিয়াপুকুর থানা এলাকার। প্রাথমিকভাবে সন্দেহ, অপহরণ করা হয়েছে তাকে। পুলিশ খতিয়ে দেখছে সিসিটিভি ফুটেজ।Body:পুলিশ সূত্রে খবর, কলকাতার নামী স্কুল সেন্ট জেমসয়ের পড়ুয়া অক্ষত গুপ্তা। অন্যান্য দিনের মতো আজও স্কুলে গিয়ে কাজ করে সে। পরে পুল কারে তার বাড়ি ফেরার কথা ছিল। অভিযোগ, সেই পুলকারে আজ ওঠেনি সে। নির্দিষ্ট সময়ের পরেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হন তার পরিবার। প্রথমে পরিবারের লোকজন যায় ফুলবাগান থানায়। তাদের অভিযোগ অপহরণ করা হয়েছে অক্ষতকে। আপাতত বেনিয়াপুকুর থানায় রয়েছে অক্ষতর মা-বাবা। সেখানেই দায়ের হচ্ছে অভিযোগ।
Conclusion:পুলিশ অবশ্য অপহরণের বিষয়টি খতিয়ে দেখছে। সাহায্য নেওয়া হচ্ছে সিসিটিভি ফুটেজের।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.