kalimpong landslide : কালিম্পংয়ে জাতীয় সড়কে ধসে চাপা পড়ল গাড়ি, প্রাণে বাঁচলেন চালক-খালাসি

author img

By

Published : Sep 7, 2021, 4:13 PM IST

lanslide at national high way at kalimpong 29 mile

বৃষ্টির জেরে কালিম্পংয়ের 29 মাইলের জাতীয় সড়কে ধস । চাপা পড়ে একটি গাড়ি ৷ তবে প্রাণে রক্ষা পান চালক ও খালাসি ।

কালিম্পং, 7 সেপ্টেম্বর : ফের বৃষ্টির জেরে বড়সড় ধসের ঘটনা ঘটল কালিম্পংয়ের 29 মাইলের জাতীয় সড়কে । ধসের নীচে চাপা পড়ে যায় একটি চারচাকা গাড়ি । অল্পের জন্য প্রাণে রক্ষা পান চালক ও খালাসি । এর জেরে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমগামী জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত রয়েছে । ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীদের পাশাপাশি ওই রাস্তায় চলাচলকারীরা ৷

আরও পড়ুন : Duare Sarkar : দুয়ারে সরকারের শিবিরে অপেরা ও ড্রাগন ডান্স, অভিনব উদ্যোগ কালিম্পং প্রশাসনের

মঙ্গলবার সকালে সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়কে ধসের ঘটনা ঘটে । তবে ওই সড়কে ধস হতে পারে, তা আগেই আশঙ্কা করেছিলেন প্রশাসনিক আধিকারিকরা । সেই জন্য আগেভাগেই প্রস্তুত ছিলেন তাঁরা । শুধু তাই নয় । বেশ কয়েক দিন ধসের ওই এলাকায় ধসের আশঙ্কায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল ।

আরও পড়ুন : Kalimpong Landslide : কালিম্পংয়ের মামখোলায় ধসে নিখোঁজ এক শ্রমিকের দেহ উদ্ধার

ওই রাস্তায় চলাচলকারী সমস্ত যান তিস্তা দিয়ে লামাহাটা দিয়ে ঘুম, জোড়বাংলো দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । তবে ধসপ্রবণ এলাকায় কাজ শুরু করেছে প্রশাসন । ধস কবলিত এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দল ও জেলা প্রশাসন ।

কালিম্পংয়ে জাতীয় সড়কে ধসে চাপা পড়ল গাড়ি, প্রাণে বাঁচলেন চালক-খালাসি

ধসে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করা হয়েছে । প্রাথমিকভাবে জাতীয় সড়ক থেকে ধস সরিয়ে একমুখী যান চলাচল শুরু হয়েছে । তবে ভারী যান ওই সড়ক দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না । এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে । সমস্ত ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লেগে যাবে বলে জানিয়েছেন কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা ।

আরও পড়ুন : কালিম্পঙে জাতীয় সড়কে ধসের জেরে দুর্ঘটনা, মৃত 1

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.