Duare Sarkar : দুয়ারে সরকারের শিবিরে অপেরা ও ড্রাগন ডান্স, অভিনব উদ্যোগ কালিম্পং প্রশাসনের

author img

By

Published : Sep 3, 2021, 4:39 PM IST

অপেরা

দুয়ারে সরকার ক্যাম্পে ড্রাগন ডান্স, অপেরা শো ৷ ভিড় এড়াতে ও মানুষের একঘেয়েমি কাটাতে এমনি অভিনব উদ্যোগ নিল কালিম্পং প্রশাসন ৷

কালিম্পং, 3 সেপ্টেম্বর : পাহাড়বাসীর আকর্ষণ বাড়াতে ও ভিড় নিয়ন্ত্রণে এবার দুয়ারে সরকার শিবিরে 'অপেরা'-র আয়োজন করল কালিম্পং জেলা প্রশাসন । দুয়ারে সরকার শিবিরে গেলে দেখা মিলবে পাহাড়ের ঐতিহাসিক ও পাহাড়ি কৃষ্টির লায়ন এবং ড্রাগন ডান্স, আবার কোথাও নেপালি সংস্কৃতির নাচ, গান । এই অভিনব উদ্যোগ নিয়েছে কালিম্পং জেলা প্রশাসন ও তথ্য সংস্কৃতি বিভাগ ।

বৃহস্পতিবার কালিম্পংয়ের পরশ বাজার পৌরসভার 9 ও 10 নম্বর ওয়ার্ড, পাব্রিন্তার, মংপং, গীতাবলিং কমিউনিটি হল ও রঙ্গ হাইস্কুল ময়দানে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয় । মূলত পাহাড়বাসীর মধ্যে দুয়ারে সরকারের প্রতি ঝোঁক বাড়াতে ও শিবিরে সাধারণ মানুষের ভিড় নিয়ন্ত্রণ করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা ।

এদিন তিনি বলেন, "শিবিরে সরকারি প্রকল্পের পাশাপাশি কৃষি, পশু চিকিৎসা, স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় । এই বিষয়ে দারুণ সাড়া মিলছে । সাধারণ মানুষ যাতে একঘেয়েমি বোধ না করেন সেজন্যই তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে পাহাড়ের লোকশিল্পীদের দিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ।"

ভিড় নিয়ন্ত্রণে দুয়ারে সরকারে অপেরা ও ড্রাগন ডান্স

এর আগেও ভিড় নিয়ন্ত্রণে একইভাবে পুরুলিয়াতে ছৌ নাচের আয়োজন করেছিল জেলা প্রশাসন । সেরকমই কালিম্পংয়ে পাহাড়ের গোর্খাদের মধ্যে বহুল প্রচলিত লায়ন, ড্রাগন ডান্সের পাশাপাশি সেখানকার লোকনৃত্য ও গান বিভিন্ন এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে তুলে ধরা হয় । সেই জন্য পাহাড়ের প্রায় শতাধিক লোকশিল্পীকে কাজে লাগানো হয়েছে প্রশাসনের তরফে । তাঁদের দিয়েই শিবিরে অপেরার আয়োজন করে প্রশাসন ।

আরও পড়ুন : kalimpong shiva-temple : কালিম্পংয়ের শিবমন্দিরকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার আবেদন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.