ETV Bharat / state

Poppy Cultivation in Jhargram : 50 বিঘা পোস্ত জমি পোড়াল আবগারি দফতর

author img

By

Published : Feb 23, 2022, 8:19 AM IST

Poppy Cultivation News
50 বিঘা বেআইনি পোস্ত চাষ নষ্ট করল আবগারি দফতর

আবগারি দফতরের অনুমতি ছাড়াই হচ্ছিল পোস্ত চাষ (Poppy Cultivation in Jhargram) ৷ খবর পেয়ে 50 বিঘা বেআইনি পোস্ত চাষ নষ্ট করল আবগারি দফতর, যার বর্তমান বাজারমূল্য প্রায় 2 কোটি টাকা ।

ঝাড়গ্রাম, 23 ফেব্রুয়ারি : আবগারি দফতরের বিনা অনুমতিতে বিঘার পর বিঘা জমিতে হচ্ছিল পোস্ত চাষ (Excise Department burns poppy seeds at Nayagram) । গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে প্রায় 50 বিঘা বেআইনি পোস্ত চাষ নষ্ট করল আবগারি দফতর, যার বর্তমান বাজারমূল্য প্রায় 2 কোটি টাকা । ঘটনাটি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম গ্রাম পঞ্চয়েতের নিচু কমলাপুর গ্রামের ঘটনা ।

আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, নয়াগ্রাম ব্লকের কোনও জায়গায় বেআইনিভাবে পোস্ত চাষ হচ্ছে এই খবর এসেছিল আবগারি দফতরের কাছে । তারপরেই পোস্তর জমির সন্ধানে লেগে পড়ে আবগারি দফতরের কর্মীরা । এদিন পোস্তর জমির খরব পেয়ে নয়াগ্রাম থানার পুলিশকে সঙ্গে নিয়ে পোস্তর জমিতে হানা দেয় আবগারি দফতর । অভিযানের নেতৃত্বে ছিলেন আবগারি দফতরের সুপার অনির্বাণ সান্যাল । নিচু কমলাপুর গ্রামে পৌঁছে হতবাক হয়ে যান ৷ দেখেন বিঘার পর বিঘা জমিতে পোস্তর চাষ হচ্ছে । কোথাও ফুটে রয়েছে পোস্তর ফুল, কোথাও বা পোস্তর ফল । লাঠি হাতে পোস্ত গাছ ভাঙতে নেমে পড়েন আবগারি দফতরের সুপার অনির্বাণ সান্যাল ।

ঝাড়গ্রামে 50 বিঘার বেআইনি পোস্ত চাষ নষ্ট করল আবগারি দফতর

আরও পড়ুন: শিক্ষিকা দিদির স্মরণে স্কুলে অর্থ দান ভাইয়ের

নয়াগ্রাম থানার পুলিশ ও আবগারি দফতরের কর্মীরা পোস্ত গাছ ভেঙে ফেলার পর জমিতেই পুড়িয়ে দেয় পোস্তর গাছগুলিকে । আবগারি দফতরের সুপার অনির্বাণ সান্যাল বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে নয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের নিচু কমলাপুর গ্রামে অভিযান চালানো হয় । অভিযানের প্রায় 50 বিঘার উপরে পোস্ত চাষের জমি নষ্ট করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা । ইতিমধ্যেই 16টি প্লটের মালিকানা চিহ্নিত করা হয়েছে । তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.