ETV Bharat / state

CM Goa Trip: গোয়ার বিচে ঘুরে মাথায় হাওয়া লাগিয়ে আসুন, মমতাকে কটাক্ষ সুকান্তর

author img

By

Published : Oct 28, 2021, 1:47 PM IST

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর ব্যঙ্গ গোয়ার বিচে মাথায় হাওয়া লাগিয়ে আসুন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তা হলে মমতার অপ্রকৃতস্থ কথা বলা বন্ধ হবে বলে মন্তব্য করেন সুকান্ত ৷

Sukanta Majumder Criticise Mamata Banerjees Goa Trip in Jalpaiguri
গোয়ার বিচে ঘুরে মাথায় হাওয়া লাগিয়ে আসুন, মমতাকে ব্যঙ্গ সুকান্তর

জলপাইগুড়ি, 28 অক্টোবর : ত্রিপুরা ও অসমের পর এবার গোয়ায় তৃণমূলের সংগঠন গড়ে তোলার লক্ষ্য নিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই উদ্দেশ্যে আজ রাতে গোয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর তার এই সফর নিয়ে এবার কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর কটাক্ষ, গোয়ার বিচে ঘুরে, মাথায় ঠান্ডা হাওয়া লাগিয়ে আসুন মুখ্যমন্ত্রী ৷ মাঝে মধ্যে অপ্রকৃতস্থ কথাবার্তা বলেন উনি, সেগুলি ভাল হয়ে যাবে ৷ কীভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চালাতে হয়, তা অন্য রাজ্যে গিয়ে শিখে আসুন মুখ্যমন্ত্রী ৷

প্রসঙ্গত, গতকাল জলপাইগুড়িতে বিজেপির নতুন পার্টি অফিসের উদ্বোধন করেন সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ ৷ সেখানেই মুখ্যমন্ত্রীর গোয়া সফর নিয়ে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী গোয়া যাচ্ছেন ৷ কিছুদিন বিচে ঘুরে আসুন ৷ সমুদ্রের হাওয়া লাগবে মাথায় খুলে যাবে ৷ মাঝে মধ্যে যে অপ্রকৃতস্থ কথা বলেন, তা ভাল হয়ে যাবে ৷ সেই সঙ্গে দেখে আসুন গণতান্ত্রে কীভাবে সরকার চালাতে হয় ৷ শেখার কোনও বয়স নেই ৷’’

গোয়ার বিচে ঘুরে মাথায় হাওয়া লাগিয়ে আসুন, মমতাকে ব্যঙ্গ সুকান্তর

আরও পড়ুন : Alapan Bandyopadhyay : আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি চিঠির উৎস শরৎ বোস রোডের পোস্ট অফিস

পাশাপাশি তৃণমূলকে সর্বভারতীয় দল হিসেবে গড়ে তোলার চেষ্টাকেও কটাক্ষ করেন সুকান্ত ৷ তাঁর কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার শখ হয়েছে ৷ তাই সর্বভারতীয় দল গঠনের স্বপ্ন দেখছেন তিনি ৷ এখানেও সরকার চালানোর শিক্ষার কথা তুলে ধরেন রাজ্য বিজেপি সভাপতি ৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ, গোয়া, মধ্যপ্রদেশ যে কোনও বিজেপি শাসিত রাজ্যে যান ৷ বেশি বেশি করে যান ৷ তাহলে নতুন করে শিখতে পারবেন ৷ কারণ শেখার কোনও বয়স হয় না ৷

আরও পড়ুন : Firoz Kamal Gazi : বিজেপি ছাড়লেন, মমতা-অভিষেকের কাছে ক্ষমাপ্রার্থী বসিরহাটের বাবু মাস্টার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.