ETV Bharat / state

King Cobra: মুরগীর খাঁচা খুলতেই 14 ফুটের কিং কোবরা, আত্মারাম খাঁচা গৃহস্থের

author img

By

Published : Oct 11, 2022, 10:13 PM IST

King Cobra in Jalpaiguri
কিংকোবরা উদ্ধার জলপাইগুড়িতে

মুরগির খাঁচার ভেতরে 14 ফুটের কিং কোবরা ৷ সাপটিকে উদ্ধার করে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে (King Cobras in Chicken Coops)।

জলপাইগুড়ি, 11 অক্টোবর: মুরগীর ঘরে কিং কোবরা । তাও আবার 14 ফুটের । চোখের আন্দাজে দৈর্ঘ মাপতে না-পারলেও বিশালাকায় সাপকে দেখে আত্মারাম খাঁচা গৃহস্থের (King Cobra in Chicken Coops) । পরে খবর পেয়ে গরুমারা বন্যপ্রাণী বিভাগের কর্মী ও ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা যৌথভাবে কিং কোবরাটিকে উদ্ধার করেন ।

ময়নাগুড়ি রামশাই গ্রামপঞ্চায়েতের চড়াই মহল এলাকাকার বাসিন্দা মন্টু ওড়াও-এর বাড়িতে কিং কোবরাটি পাওয়া যায় ৷ কিং কোবরাটি মন্টু ওড়াওয়ের মুরগীর খাঁচায় মধ্যে বসেছিল । ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়ের নেতৃত্বে টিম গিয়ে সাপটিকে উদ্ধার করে ৷ এরপর গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয় ।

আরও পড়ুন: গোশালায় এক ঝাঁক ইচ্ছে ডানা ! ফ্রি-তে খাওয়া-চিকিৎসা চলছে হাজারো পাখির

ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় জানান, আমাদের কাছে খবর আসে মুরগির খাঁচার ভেতরে কিং কোবরা ঢুকে আছে । গরুমারা বন্যপ্রাণী বিভাগের কর্মী ও আমরা যৌথভাবে সেটিকে উদ্ধার করে গরুমারা জাতীয় উদ্যানের ছেড়ে দেওয়া হয় । সাম্প্রতিককালে 14 ফুটের কিং কোবরা উদ্ধার হয়নি বলে জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.