ETV Bharat / state

ধুপগুড়ির দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন গৌতম দেব

author img

By

Published : Jan 20, 2021, 4:07 PM IST

রানিরহাটে মন্ত্রী গৌতম দেব
রানিরহাটে মন্ত্রী গৌতম দেব

ধুপগুড়িগামী 31 নম্বর জাতীয় সড়কে জলঢাকা সেতুর কাছে পথ দুর্ঘটনায় 14 জনের মৃত্যু হয়েছে । মৃতদের পরিবার ও আহতদের সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার ।

জলপাইগুড়ি, 20 জানুয়ারি : পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব । আজ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে রানিরহাটে আসেন মন্ত্রী । সেখানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ।

ধুপগুড়ির দুর্ঘটনায় মৃতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে আড়াই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী । আহতদের চিকিৎসার জন্য 50 হাজার টাকা করে দেবে রাজ্য সরকার । আজ ময়নাগুড়ির রানিরহাট মোড় এলাকার বাসিন্দা মৃত অমল রায়ের বাড়িতে যান গৌতম দেব । গতরাতে দুর্ঘটনায় অমল রায় ও তাঁর দুই সন্তানের মৃত্যু হয়েছে । আজ মৃত পুষ্পা রায়ের বাড়িতেও যান মন্ত্রী ।

রানিরহাটে মন্ত্রী গৌতম দেব

আরও পড়ুন : ধুপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত 14, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

গৌতম দেবের সঙ্গে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ধুপগুড়ির বিধায়ক মিতালি রায়, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী রানিরহাটে যান । মন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের সদস্যরা । গৌতম দেব জানান, "মুখ্যমন্ত্রীর নির্দেশে নিহতদের পরিবারকে দেখতে এসেছি । রাজ্য সরকারের তরফে আহতদের চিকিৎসার সবরকমের দায়িত্ব নেওয়া হচ্ছে । স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে আহতদের জন্য । নিহতদের পরিবারের পাশেও আমরা রয়েছি ৷ প্রশাসনের তরফে সবরকমের সহযোগিতা করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.