ETV Bharat / state

TMC Protest in Delhi: কর্মীরা যাচ্ছেন বাসে, দিল্লির ধরনায় যোগ দিতে বিমানে চড়লেন জলপাইগুড়ির তৃণমূল নেতারা!

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 4:38 PM IST

ETV Bharat
তৃণমূল নেতাদের ছবি

কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া থাকা 100 দিনের কাজের টাকা আদায়ের দাবি নিয়ে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল ৷ সেই বিক্ষোভে যোগ দিতেই বিমানে চড়ে দিল্লি রওনা হয়েছেন তৃণমূল নেতারা ৷

জলপাইগুড়ি, 1 অক্টোবর: 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে বকেয়া পাওনা আদায়র দাবিতে দিল্লিতে 2 দিনের বিক্ষোভ কর্মসূচি নিয়ছে তৃণমূল কংগ্রেস ৷ এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে রবিবার আকাশ পথেই রাজধানীর উদ্দেশ্যে রওনা হলেন জলপাইগুড়ির তৃণমূল নেতারা ৷ সোশাল মিডিয়ায় তাঁদের বিমান সফরের ছবিও শেয়ার করেছেন বেশ কয়েকজন তৃণমূল নেতা ৷ আর এই ছবি দিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁদের ৷ গরিব দিনমজুরদের 100 দিনের টাকা আদায়ে কেন এই বিপুল খরচ করে দিল্লি সফর, উঠছে প্রশ্ন ৷

তৃণমূলের তরফে আগেই জানানো হয়েছে রাজ্যের পাওনা বকেয়া আদায়ে দলের সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত সদস্য ও জেলা পরিষদ সভাধিপতিরাও দিল্লি যাবেন ৷ যাবেন 100 দিনের কাজের শ্রমিকরাও ৷ জবকার্ড হোল্ডারদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য একটি ট্রেনও বুক করা হয়েছিল দলের তরফে ৷ যদিও শুক্রবার শেষ মুহূর্তে সেই ট্রেনের অনুমতি বাতিল হওয়ায়, শনিবার বাসে চেপেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন 100 দিনের কর্মীরা ৷ আর রবিবার দলের নেতারা বিমানে চড়ে রওনা হলেন দিল্লির উদ্দেশ্যে ৷

এদিন 100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে আন্দোলনে সামিল হতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সভাধিপতি, রাজগঞ্জের বিধায়ক, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি, জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি, ধূপগুড়ি, ক্রান্তী, মেটেলি, পঞ্চায়েত সমিতির সভাপতিরা বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা হন । এমনকী প্রত্যন্ত বানারহাট ব্লকের সাকোয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল চক্রবর্তীও সেই তালিকায় আছেন ৷

আর এই বিষয়টি নিয়েই কটাক্ষ বিরোধীদের । আগামী 2 এবং 3 তারিখ দিল্লিতে আন্দোলন কর্মসূচি রয়েছে তৃণমূলের । সেই আন্দোলনে যোগ দিতে যাওয়ার পথে বিমানবন্দরে দাঁড়িয়ে এবং প্লেনের ভিতরে তৃণমূল নেতাদের সঙ্গে সাকোয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ছবি এবং জেলাপরিষদ এবং পঞ্চায়েত সমিতির পদাধিকারীদের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার হতেই কটাক্ষ করেছে বিজেপি এবং সিপিএম ।

আরও পড়ুন: কাল থেকে শুরু ধরনা কর্মসূচি, রাজধানীতে আজ রাতেই গুরুত্বপূর্ণ বৈঠকে অভিষেকরা

সিপিএমের ধূপগুড়ি ব্লকের নেতা জয়ন্ত মজুমদার বলেন, "সাধারন কর্মীরা যাচ্ছেন বাসে । নেতারা যাচ্ছেন বিমানে । তৃণমূলের নেতাদের বালিশের নিচে টাকা । আমরা চাই যারা একশো দিনের কাজের টাকা লুট করেছে তাদের শাস্তি হোক ।" অন্যদিকে বিজেপি নেতা চন্দন দত্তের দাবি, তৃণমূল নেতারা এতদিন নিজেদের পরিবার আত্মীয় স্বজনের নামে যে জবকার্ড তৈরি করেছিলেন এবং টাকা নিয়েছেন, দুর্নীতি করেছেন, তারই প্রমাণ হচ্ছে তাদের এই বিমানে যাতায়াত । যদিও এবিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা তথা সাকোয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল চক্রবর্তী এবং জেলা তৃণমূল নেতা খগেশ্বর রায়কে এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে ফোন করা হলে তাঁদের ফোনে পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.