ETV Bharat / state

TMC Delhi Protest: কাল থেকে শুরু ধরনা কর্মসূচি, রাজধানীতে আজ রাতেই গুরুত্বপূর্ণ বৈঠকে অভিষেকরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 12:14 PM IST

Updated : Oct 1, 2023, 1:09 PM IST

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল ৷ মনরেগা জব কার্ড কর্মীরা ইতিমধ্যে বাসে রাজধানীতে যাচ্ছেন ৷ পৌঁছবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 1 অক্টোবর: দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা ৷ লক্ষ্যে অবিচল থাকতে ট্রেন না-পেয়ে 50টি বাসে চেপে রাজধানীতে যাচ্ছেন তাঁরা ৷ দিল্লিতে পৌঁছে আগামিকাল ও পরশু অর্থাৎ পরপর দু'দিনের কর্মসূচি কী হবে, তা আজ রাতেই ঠিক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

তৃণমূল সূত্রে খবর, রবিবার রাত আটটা নাগাদ দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক ডাকা হয়েছে ৷ তৃণমূলের লোকসভা সাংসদ সৌগত রায়ের দিল্লির বাড়িতে রাত আটটা নাগাদ ওই বৈঠক হওয়ার কথা ৷ ইতিমধ্যে লোকসভা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন চিঠি দিয়ে দলের সাংসদ, বিধায়ক এবং মন্ত্রী পরিষদের সদস্যদের ওই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন ৷ 2-3 অক্টোবর, দু'দিনের কর্মসূচি নিয়েই বিশদে আলোচনা হবে এই বৈঠকে ৷

সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দলের সব সাংসদদের কাছে চিঠি পাঠানো হয়েছে ৷ রবিবার রাতে বৈঠকে উপস্থিত থাকার জন্য রাজ্য মন্ত্রিসভার সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে ৷ ধরনা, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করা ছাড়াও পরবর্তী কর্মসূচিগুলি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যই আজকের বৈঠক ৷

আরও পড়ুন: এত ভয় কীসের? বিজেপিকে কড়া কটাক্ষ অভিষেকের

একশো দিনের কাজ, আবাস যোজনা-সহ রাজ্যের বকেয়া টাকার দাবিতে তৃণমূল কংগ্রেসের 'মিশন দিল্লি' ৷ এই মিশনে রাজ্য থেকে 50 লক্ষেরও বেশি চিঠি পৌঁছেছে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ৷ সেই চিঠি নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে যাবে তৃণমূল নেতৃত্ব ৷

মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গেও দেখা করতে পারেন তৃণমূলের শীর্ষ নেতারা ৷ এই দুই মন্ত্রীর সঙ্গে কী আলোচনা করবে তৃণমূল নেতৃত্ব, সে বিষয়ে বিস্তারিত আজ রাতের বৈঠকেই সেরে ফেলা হবে ৷

আগামিকাল একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ে দিল্লিতে বিক্ষোভ সমাবেশ করার কথা তৃণমূলের ৷ 2-3 অক্টোবর বিজেপি সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভে সামিল হবেন হাজার হাজার মনরেগা জব কার্ড হোল্ডাররা ৷ শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তাঁরা বাসে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ এর আগে দিল্লি পৌঁছনোর উদ্দেশ্যে তৃণমূলের তরফে একটি বিশেষ ট্রেন বুক করা হয়েছিল ৷ তবে শুক্রবার সেই ট্রেনটি বাতিল হয়ে যায় ৷

আরও পড়ুন: কেন বাতিল দিল্লি-কলকাতা বিমান? বিবৃতি দিয়ে জানাল ভিস্তারা

Last Updated :Oct 1, 2023, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.