ETV Bharat / state

Abhishek Banerjee Slams BJP: এত ভয় কীসের? বিজেপিকে কড়া কটাক্ষ অভিষেকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 8:26 AM IST

Updated : Sep 30, 2023, 9:20 AM IST

ETV Bharat
অভিষেক

আজ বাসেই রাজধানী রওনা দেবেন একশো দিনের জব কার্ড হোল্ডাররা ৷ তার আগের রাতে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন অভিষেক ৷

কলকাতা, 30 সেপ্টেম্বর: "এত ভয় কীসের ?" এই ভাষাতেই বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার রাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেরুয়া শিবিরকে কড়া আক্রমণ করেন তিনি ৷ ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মনরেগা জব কার্ড হোল্ডাররা কলকাতায় এসে পৌঁছেছেন ৷

আজ, শনিবার বিশেষ ট্রেনে তাঁদের দিল্লি যাওয়ার কথা ছিল ৷ তবে শেষ মুহূর্তে সেই ট্রেনটি বাতিল হয়ে যায় ৷ এরপর তৃণমূলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, কর্মীদের বাসে করে রাজধানী নিয়ে যাওয়া হবে ৷ দ্রুত বাসের ব্যবস্থাও করা হয়। বুঝিয়ে দেওয়া হয়, কোনও ভাবেই আন্দোলন থেকে পিছিয়ে আসবে না বাংলার শাসকদল ৷ এর আগেই বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক ৷

তৃণমূলে নবজোয়ার কর্মসূচির সময় একশো দিনের কাজের প্রাপ্য টাকা আদায়ে দিল্লি গিয়ে ধরনা দেওয়ার কথা জানিয়েছিলেন অভিষেক ৷ সেই অনুযায়ী 30 সেপ্টেম্বর শিয়ালদহ থেকে একটি ট্রেনে রাজধানী যাবেন একশো দিনের জব কার্ড হোল্ডাররা ৷ এমনটাই কথা ছিল ৷

  • .@BJP4India is employing its corrupt tactics to prevent us from protesting for our RIGHTS!

    ❌The Railway Authority cancelled the special train, which was meant for the travel of deprived MGNREGA wage labourers to Delhi at the last minute

    If this doesn't signify BJP's fear of… pic.twitter.com/v9fQ6ogm9n

    — All India Trinamool Congress (@AITCofficial) September 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: '3 তারিখের তদন্ত যেন ক্ষতিগ্রস্ত না-হয়', নির্দেশ বিচারপতির; হাজিরা কি এড়াবেন অভিষেক ?

এদিকে গতকাল জানা যায়, ওই বিশেষ ট্রেনটি বাতিল হয়ে গিয়েছে ৷ এই প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, "আপনারা রাম লীলা ময়দানে ধরনা কর্মসূচির অনুমতি দেননি ৷ এবার বিশেষ ট্রেনটিও বন্ধ করে দিলেন ৷ এত ভয় কীসের ?"

দিল্লি পুলিশের অনুমতি না-দেওয়া প্রসঙ্গে অভিষেক বলেন, "আমরা প্রথমে রামলীলা ময়দানে এই কর্মসূচি করার জন্য় আবেদন জানিয়েছিলাম ৷ 1 লক্ষ মানুষ পশ্চিমবঙ্গ থেকে দিল্লি যাবে ৷ সেখানে একটা অস্থায়ী তাঁবু খাটানোর কথা ভেবেছিলাম ৷ দিল্লি পুলিশকে পাঁচবার চিঠি লেখা সত্ত্বেও তারা আমাদের অনুমতি দেয়নি ৷"

তিনি আরও বলেন, "এরপর কৃষি ভবনের বাইরে জনসভা করার অনুমতি চাইলাম ৷ সেখানেও করতে দেওয়া হল না ৷ রাজঘাটের জন্য এখনও কোনও লিখিত অনুমতি পাইনি ৷ লোদি এস্টেটে বিক্ষোভ কর্মসূচি করতে চেয়েছি ৷ সেখানেও অনুমতি দেওয়া হয়নি ৷?"

রেল কর্তৃপক্ষকে অভিষেকের প্রশ্ন, "রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেনের জন্য টাকা নিয়েছে ৷ কিন্তু ট্রেনটি দিতে অস্বীকার করেছে ৷ তাহলে টাকা নিল কেন ? আজ কলকাতায় প্রায় তিনহাজার বিক্ষোভকারী এসেছেন ৷ এঁদের মধ্যে 80 শতাংশই মহিলা ৷ তাঁরা তাঁদের অধিকারের জন্য লড়তে দিল্লি যাবেন ৷ বিজেপি তাঁদের অধিকার থেকে বঞ্চিত করেছে ৷"

ভারতজুড়ে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ অভিষেক ৷ তিনি বলেন, "একদিন অন্তর প্রধানমন্ত্রী ট্রেনের উদ্বোধন করছেন ৷ এদিকে দুঃস্থদের এই ট্রেনে যাতায়াত করার কোনও অধিকারই নেই ৷"

তিনি আরও জানান, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের দফতর থেকে মেলে জানানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী এই সময় দিল্লিতে থাকবেন না ৷ অভিষেক বলেন, "আমরা গিরিরাজ সিংয়ের দফতর থেকে একটা মেল পেয়েছি ৷ তাতে লেখা আছে তিনি দিল্লিতে থাকছেন না ৷ আমরাও পালটা জানিয়েছি, আমরা রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করব ৷" তবে এত বাধা সত্ত্বেও 2-3 অক্টোবর রাজঘাটে বিক্ষোভে নামবে বলে জানিয়েছে তৃণমূল ৷

আরও পড়ুন: শেষ মুহূর্তে দিল্লি যাওয়ার বিশেষ ট্রেন বাতিল রেলের! বিজেপিকে আক্রমণ অভিষেকের

Last Updated :Sep 30, 2023, 9:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.