ETV Bharat / state

TMCP and SFI Clash: এসএফআই-টিএমসিপি সংঘর্ষ, উত্তপ্ত জলপাইগুড়ি

author img

By

Published : Aug 16, 2023, 10:49 PM IST

Etv Bharat
জলপাইগুড়িতে এসএফআই ও তৃণমূল সংঘর্ষ

পুলিশের সামনেই এসএফআই কর্মীদের মারধরের অভিযোগ উঠল টিএমসিপির বিরুদ্ধে ৷ বুধবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে ৷

জলপাইগুড়িতে এসএফআই ও তৃণমূল সংঘর্ষ

জলপাইগুড়ি, 16 অগস্ট: বাম ছাত্র সংগঠন এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষ বুধবার উত্তাল হয়ে উঠল জলপাইগুড়ি । পুলিশের সামনেই এসএফআই কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে । তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপর আক্রমণের প্রতিবাদে সিপিআইএমের দলীয় কার্যালয়ের সামনে বাম কর্মী সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ।

অভিযোগ এদিন আইসি কোতয়ালি অর্ঘ্য সরকারের সামনেই সিপিআইএম কর্মী-সহ এসএফআই ও ডিওয়াইএফআই সমর্থকদের উপর হামলায় চালায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা । জলপাইগুড়ি কদমতলা এলাকা থেকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিলটি ডিভিসি রোড হয়ে থানা মোড়ের দিকে যাবার পথেই সিপিআইএম পার্টি অফিসের সামনে অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ । তৃণমূল ছাত্র পরিষের রাজ্য সম্পাদক দেবজিৎ সরকারের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি হচ্ছিল বলে জানা গিয়েছে । পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তা নিয়ন্ত্রণে নামানো হয় র‍্যাফ ।

আরও পড়ুন : আজাদি মিছিল থেকেই যাদবপুরে ছাত্র মৃত্যুতে দোষীদের শাস্তির দাবি তুলল এসএফআই

বিষয়টি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক দেবজিৎ সরকার বলেন, "যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‍্যাগিংয়ের ফলে ছাত্রমৃত্যুর প্রতিবাদে সঠিক তদন্তের দাবি-সহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হস্টেলে সিসিটিভির ব্যবস্থা করার দাবি জানানো হয় । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি জমা দেওয়ার সময় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ও তৃণমূল ছাত্র পরিষদের উপর আক্রমণ করে বাম সমর্থিত ছাত্র সংগঠনগুলি । তার বিরুদ্ধে আজ জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদ থানা মোড় থেকে এসএফআই পার্টি অফিস পর্যন্ত মিছিল করে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল ।আমাদের উপর এসএফআই আক্রমণ চালায় । আমাদের সমর্থকদের ওরা পিটিয়েছে ।"

এদিকে সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়, পুলিশের সামনে প্রতিবাদ মিছিলের নাম করে তাদের পার্টি অফিসে হামলা চালানো হয়েছে । তাদের দলীয় কর্মী-সহ এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীদের মারা হয়েছে ৷ পুলিশ নীরব দর্শক ছিল ।

আরও পড়ুন : ছাত্রমৃত্যুর তদন্ত নিয়ে বৈঠকে এসএফআই-ডব্লুটিআই সংঘর্ষ, উত্তপ্ত যাদবপুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.