ETV Bharat / state

JU Student Death: ছাত্রমৃত্যুর তদন্ত নিয়ে বৈঠকে এসএফআই-ডব্লুটিআই সংঘর্ষ, উত্তপ্ত যাদবপুর

author img

By

Published : Aug 14, 2023, 10:58 PM IST

Etv Bharat
যাদবপুরে সংঘর্ষ

জিবির বৈঠক চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসএফআই-ডব্লুটিআই সংঘর্ষ ৷ আক্রান্ত হন এসএফআই ইউনিট সম্পাদক আসাদুল্লাহ মল্লিক ৷

এসএফআই-ডব্লুটিআই সংঘর্ষ

কলকাতা, 14 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় জিবি বৈঠক সংঘর্ষে জড়াল দুই রাজনৈতিক সংগঠন ৷ সোমবার সন্ধ্যায় এসএফআই-ডব্লুটিআইয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে । বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সায়েন্স ফ্যাকাল্টির জিবি চলাকালীন আক্রান্ত হন এসএফআই ইউনিট সম্পাদক আসাদুল্লাহ মল্লিক । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় কেপিসি হাসপাতালে ভর্তি করা হয় । বুকে ও পেটে আঘাত পেয়েছেন তিনি । বারবার জ্ঞান হারাচ্ছেন বলেও দাবি এসএফআইয়ের ।

তাদের অভিযোগ, আজ সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের বিরুদ্ধে ডাকা জিবিতে বাম ছাত্র সংগঠন এসএফআইকে আক্রমণ করে ডব্লুটিআই । খুনিদের শাস্তির দাবিতে এদিন জিবি ডাকা হয়েছিল । সেই জিবিতে ডব্লুটিআই (এই দলেরই সদস্য ধৃত সৌরভ চৌধুরী) এর আক্রমণের মুখে পড়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয় সায়েন্স ইউনিটের এসএফআইয়ের সম্পাদককে ।

আরও পড়ুন : যাদবপুরে পড়ুয়ার মৃত্যুতে সরকার-রেজিস্ট্রারকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের

বিষয়টি নিয়ে এসএফআই রাজ্য সভাপতি প্রতিকুর রহমান বলেন, "যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে ব়্যাগিংয়ের অভিযোগ ধামাচাপা দিতেই ডব্লুটিআইয়ের এই আক্রমণ । ক্যাম্পাসে সায়েন্স ফ্যাকাল্টির জিবি চলাকালীন আক্রান্ত এসএফআই ইউনিট সম্পাদক আসাদুল্লাহ মল্লিক । আশঙ্কাজনক অবস্থায় কেপিসি হাসপাতালে ভর্তি । বুকে ও পেটে আঘাত । বারবার জ্ঞান হারাচ্ছে । শিক্ষামন্ত্রী কেন চুপ যাদবপুরের ঘটনা নিয়ে ? শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করছি ৷"

এদিন তিনি আরও জানান, ঘটনার এতদিন পর সোমবার প্রতিবাদে পথে নামে তৃণমূল ছাত্র পরিষদ । সেদিনই মুখ্যমন্ত্রী মুখ খুললেন । আর সেই দিনেই এসএফআইকে ডব্লুটিআইয়ের এই আক্রমণ ক্যাম্পাসের ভিতরে । আসলে ব়্যাগিংয়ের ঘটনা ধামাচাপা দেওয়ার চক্রান্ত, বলছে এসএফআই ৷ কমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপ এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত হলে অবশ্যই সমর্থন করব । কিন্তু ভবিষ্যতে কতটা নিরপেক্ষ থাকবে সেই নিয়েই প্রশ্ন রয়েছে ।

আরও পড়ুন : যাদবপুর এখন আতঙ্কপুর, ছাত্রের রহস্যমৃত্যু নিয়ে মমতার নিশানায় মার্কসবাদীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.