ETV Bharat / bharat

JU Student Death: যাদবপুরে পড়ুয়ার মৃত্যুতে সরকার-রেজিস্ট্রারকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের

author img

By

Published : Aug 14, 2023, 7:25 PM IST

NHRC on JU Student Death Case:কমিশনের পর্যবেক্ষণ, মিডিয়া রিপোর্টে স্পষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি, তত্ত্বাবধানের অভাব এবং কলেজ প্রশাসনের ব্যর্থতার চরম ইঙ্গিত রয়েছে ৷ যার কারণে ব়্যাগিং-এর জেরে এক তরুণ ছাত্র প্রাণ হারিয়েছে। কমিশনের স্পষ্ট দাবি, এই মিডিয়া রিপোর্টের বিষয়বস্তু, যদি সত্য হয়, তবে অবশ্যই ওই ছাত্রের মানবাধিকার লঙ্ঘন হয়েছে।

Etv Bharat
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

নয়াদিল্লি, 14 অগস্ট: পশ্চিমবঙ্গ সরকার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে র‌্যাগিং-এর কারণে ছাত্র মৃত্যুর ঘটনায় নোটিশ পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন ৷

জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) একটি সংবাদমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনায় পদক্ষেপ নিয়েছে ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন ছাত্র র‌্যাগিংয়ের শিকার হয় ৷ এরপর গত 10 অগস্ট তার মৃত্যু হয় ৷ জানা গিয়েছে, পড়ুয়ার সহপাঠীরা বিষয়টি ডিন অফ স্টুডেন্টের নজরে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ।

কমিশনের পর্যবেক্ষণ, মিডিয়া রিপোর্টে স্পষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি, তত্ত্বাবধানের অভাব এবং কলেজ প্রশাসনের ব্যর্থতার চরম ইঙ্গিত রয়েছে ৷ যার কারণে র‌্যাগিং-এর জেরে এক তরুণ ছাত্র প্রাণ হারিয়েছে। কমিশনের স্পষ্ট দাবি, এই মিডিয়া রিপোর্টের বিষয়বস্তু, যদি সত্য হয়, তবে অবশ্যই ওই ছাত্রের মানবাধিকার লঙ্ঘন হয়েছে।

এরপরই জাতীয় মানবাধিকার কমিশন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের উদ্দেশে নোটিশ জারি করে ৷ আগামী চার সপ্তাহের মধ্যে এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট দিতেও বলা হয়েছে সেই নোটিশে ৷ একই সঙ্গে, যাদবপুরের ঘটনায় র‌্যাগিং প্রতিরোধে ইউজিসি-র যে গাইড লাইন তা মেনে পর্যাপ্ত পদক্ষেপ নিতে প্রতিষ্ঠানের প্রাথমিক ব্যর্থতা স্পষ্ট হয়েছে বলে দাবি কমিশনের ৷ র‌্যাগিং-এর প্ররোচনাকারী-সহ অপরাধীদের শাস্তির জন্য প্রতিষ্ঠান কী পদক্ষেপ নিয়েছে তাও জানাতে হবে কমিশনকে ৷

পাশাপাশি রাজ্য জুড়ে ছাত্র সংগঠন এবং শিক্ষক সমিতিগুলির মধ্যে র‌্যাগিংয়ের সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে সেগুলিও রিপোর্টে উল্লেখ করতে হবে বলেও জানিয়েছে কমিশন। জাতীয় মানবাধিকার কমিশনের নোটিশে আরও জানানো হয়েছে, কেরল বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা প্রশাসনের সদস্যদের ব়্যাগিংয়ের বিরুদ্ধে বাধ্যতামূলকভাবে না নেওয়ার জন্য শাস্তি দেওয়া হবে। শিক্ষক, অশিক্ষক কর্মচারী বা হস্টেলে কর্মরত কর্মচারীদের আরও সংবেদনশীল হওয়ার পাশাপাশি র‌্যাগিংয়ের বিরুদ্ধে সময়োপযোগী ব্যবস্থা নিতে হবে বলেও নির্দেশে জানিয়েছিল শীর্ষ আদালত।

আরও পড়ুন: মৃত ছাত্রের ঘর থেকে পাওয়া চিঠি লিখেছিল দীপশেখর! জেরায় স্বীকারোক্তি

এরই সঙ্গে, জাতীয় মানবাধিকার কমিশন ছাত্র এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অশিক্ষক কর্মীদের বিরুদ্ধে নথিভুক্ত ফৌজদারি মামলার অবস্থা সম্পর্কে রাজ্য পুলিশের ডিজি-রও জবাব তলব করেছে ৷ এরই সঙ্গে, বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের সমস্যা সমাধানের জন্য সুপ্রিম কোর্টের রাঘবন কমিটির প্রতিবেদনের সুপারিশগুলি কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়েছে এবং কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে একটি বিশদ রিপোর্ট জমা দেওয়ার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে আরও একটি নোটিশ জারি করা হয়েছে কমিশনের তরফ থেকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.