Prasun Banerjee on Madan Mitra:'মদন মিত্র ছাড়া ক্রীড়ামন্ত্রী হিসেবে কাউকে মানি না', বিস্ফোরক প্রসূন

author img

By

Published : Sep 18, 2022, 4:48 PM IST

Prasun Banerjee on Madan Mitra

মদন মিত্রের প্রশংসা করতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (TMC MP Prasun Banerjee) ৷ মদন মিত্রের রাজ্য মন্ত্রিসভায় স্থান না পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি (Prasun Banerjee on Madan Mitra) ৷

হাওড়া, 18 সেপ্টেম্বর:"মদন মিত্র ছাড়া ক্রীড়ামন্ত্রী হিসেবে কাউকে মানি না, মানতে পারি না । ও মন্ত্রিসভাতে নেই ভাবলেও অবাক লাগে ৷" বিস্ফোরক তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করেন তিনি ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ তৃণমূল সাংসদ হয়ে দলেরই বিধায়ক মদন মিত্রের প্রশংসা করতে গিয়ে তাঁর মন্ত্রিসভায় জায়গা না-পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee on Madan Mitra)৷

শনিবারের অনুষ্ঠানে মদন মিত্রের পাশে দাঁড়িয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, "পশ্চিমবঙ্গে তৃণমূলের কেউ যদি ক্রীড়ামন্ত্রী হয়ে থাকেন, সেটা একমাত্র মদন মিত্রই । এছাড়া অন্য কাউকে ক্রীড়ামন্ত্রী বলে মানি না, সে তিনি যেই হোন না কেন ৷" তাঁর কথায়,"দিদির পাশে দু-একজন থাকত, তাঁর মধ্যে মদন মিত্র অন্যতম । এখন অনেকেই দিদির পাশে অনেকে ঘুরছে ৷ মদন মিত্রকে সম্মান দিতে হবে এটা আমি চাই ৷"

আরও পড়ুন: বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ করে পাথর ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

প্রসূন বন্দ্যোপাধ্যায় আরও জানান, ক্রীড়ামন্ত্রী থাকাকালীন খেলা সংক্রান্ত বহু সমস্যার তিনি স্বচ্ছতার সঙ্গে সমাধান করেছেন । তাঁর সময়ে ক্রীড়া দফতরে বহু পরিকল্পনা রূপায়িত হয়েছে যথেষ্ট স্বচ্ছতার সঙ্গেই । গভীর রাত পর্যন্ত কোনও সমস্যা হলেও মদন মিত্র সময় দিতেন । ময়দানের অনেক ছোট ছোট খেলোয়ারদের তিনি অর্থ সাহায্য করেছেন । মদন মিত্রের মতো কাজের মানুষ রাজ্যের মন্ত্রিসভায় স্থান না-পাওয়ায় তিনি অবাক বলেও জানিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷

মদন মিত্রকে নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের

প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে হাতিয়ার করে ইতিমধ্যেই মাঠে নেমেছে বিজেপি ৷ বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই কটাক্ষ করে বলেন, "আসলে তৃণমূলের শেষের ক'টা দিন আর বাকি আছে । আর হাওড়ার সাংসদের মতো লোকেরা এইসব কথাবার্তা বলে দলকে আরও অপদস্ত করে নিজের রাস্তা পরিষ্কার করছেন । উনি সাত বছরের বেশি সময় ধরে হাওড়ার সাংসদ আছেন, মুখ্যমন্ত্রীর খুব কাছের মানুষ হয়েও কেন তিনি তাঁকে পরামর্শ দেননি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.