TMC BJP Clash: বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ করে পাথর ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

author img

By

Published : Sep 18, 2022, 12:35 PM IST

TMC accused of pelting stones at BJP MLAs car in Sitalkuchi

শনিবার রাত প্রায় 9টা নাগাদ কোচবিহারের শীতলকুচিতে (Sitalkuchi) বিজেপির 9 নম্বর মণ্ডলের মহিলা মোর্চার সভাপতি অসুস্থ্য অঞ্জলি বর্মনকে দেখতে যান বিধায়ক বরেনচন্দ্র বর্মন ৷ সেখানে গিয়ে তৃণমূলের বাধার মুখে পড়েন বিধায়ক-সহ অন্যান্যরা বলে অভিযোগ । যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল নেতা (TMC BJP Clash) ৷

কোচবিহার, 17 সেপ্টেম্বর: শীতলকুচিতে বিজেপির বিধায়ক বরেনচন্দ্র বর্মনের গাড়ির কনভয় লক্ষ্য করে পাথর ছুড়ে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনাটি বিজেপির সাজানো গল্প বলে পালটা অভিযোগ তৃণমূলের (TMC BJP Clash) ৷

প্রসঙ্গত, শনিবার রাত প্রায় 9টা নাগাদ কোচবিহারের শীতলকুচি বিধানসভার জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির 9 নম্বর মণ্ডলের মহিলা মোর্চার সভাপতি অসুস্থ্য অঞ্জলি বর্মনকে দেখতে যান বিধায়ক বরেনচন্দ্র বর্মন ৷ সেখানে গিয়ে তৃণমূলের বাধার মুখে পড়েন বিধায়ক-সহ অন্যান্যরা বলে অভিযোগ । তাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে মারে দুষ্কৃতীরা ও গালিগালাজ করা হয় বলেও অভিযোগ উঠেছে ৷

বিজেপির বিধায়ক বলেন, "মহিলা মোর্চার সভাপতি অঞ্জলী বর্মন অসুস্থ । তাঁকে দেখতে গিয়েছিলাম । তাঁর স্বামী দিলীপ বর্মন শীতলকুচি মিছিলের ঘটনায় জেল হেফাজতে আছে । আজকে দেখতে গিয়ে ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে মারে এবং গালিগালাজ করে । পুলিশকে ফোন করেও পায়নি । এরপর কোনওক্রমে সেখান থেকে বেরিয়ে আসি ।"

বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ করে পাথর ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আরও পড়ুন: উদয়নের মন্তব্যকে সমর্থন নয়, বর্তমান মন্ত্রীর সঙ্গে ফের তরজায় প্রাক্তন রবীন্দ্রনাথ

যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন মাথাভাঙ্গা -1 ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আলিজার রহমান । তিনি বলেন, "রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে বিজেপি মিথ্যা অভিযোগ করছে ।" ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ (TMC accused of pelting stones at BJP MLAs car in Sitalkuchi) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.