ETV Bharat / state

Riya Kumari Murder Case: রিয়া কুমারী খুনে উদ্ধার অস্ত্র, মিলল গুলি ও কার্তুজের খোল

author img

By

Published : Feb 6, 2023, 5:52 PM IST

Murder Weapon Recovered by Howrah Police in Riya Kumari Murder Case
রিয়া কুমারী খুনে অস্ত্র উদ্ধার

রিয়া কুমারী ওরফে ইশা আলিয়া খুনের (Riya Kumari Murder Case) ঘটনায় 'ব্যবহৃত' অস্ত্রটি উদ্ধার করা হল ৷ হাওড়ার বাগনান থানার পুলিশের অভিযানে মিলল সাফল্য (Murder Weapon Recovered by Howrah Police) ৷

পুলিশের প্রচেষ্টায় সাফল্য

হাওড়া, 6 ফেব্রুয়ারি: ঝাড়খণ্ডের ইউটিউবার রিয়া কুমারী ওরফে ইশা আলিয়ার খুনে (Riya Kumari Murder Case) 'ব্যবহৃত' আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করল হাওড়ার বাগনান থানার পুলিশ (Murder Weapon Recovered by Howrah Police) ৷ সোমবার সকালে বাগনানের চন্দ্রপুরে 'ঘটনাস্থল' থেকে কয়েক মিটার দূরে একটি ঝোপের মধ্যে থেকে সেটিকে উদ্ধার করা হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্র বলতে যেটি পাওয়া গিয়েছে, সেটি আসলে দেশি পিস্তল ৷ সঙ্গে কয়েকটি কার্তুজ এবং একটি কার্তুজের খোলও উদ্ধার করা হয়েছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, যে কার্তুজটি রিয়াকে খুন করতে ব্যবহার করা হয়েছিল, সেটিরও খোল উদ্ধার করেছেন তাঁরা ৷

গত বছরের 28 ডিসেম্বর ভোরে বাগনানের জাতীয় সড়কে খুন হন ঝাড়খণ্ডের বাসিন্দা রিয়া ৷ তিনি একজন জনপ্রিয় ইউটিউবার (Riya Kumari Youtuber) ছিলেন ৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ তাঁর স্বামী প্রকাশ কুমারের বয়ানে অনেক অসঙ্গতি খুঁজে পায় ৷ এরপরই তাঁকে গ্রেফতার করে হাওড়া গ্রামীণ পুলিশ ৷ পরবর্তীতে প্রকাশকে জেরা করে তাঁর ভাই সন্দীপ কুমারকেও বাগনানেরই একটি গোপন ডেরা থেকে গ্রেফতার করা হয় ৷

আরও পড়ুন: বয়ানে অসঙ্গতি, অভিনেত্রী রিয়ার মৃত্যুতে গ্রেফতার স্বামী প্রকাশ কুমার !

রিয়া কুমারী হত্যার ঘটনায় তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে হাওড়া গ্রামীণ পুলিশের হাতে ৷ রিয়ার স্বামী প্রকাশ প্রথমে দাবি করেছিলেন, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁর স্ত্রীকে খুন করে চম্পট দিয়েছে ৷ যা মানতে নারাজ পুলিশ ৷ সূত্রের খবর, এই ঘটনায় প্রকাশ গ্রেফতার হওয়ার পরই তাঁর ভাই সন্দীপ গা-ঢাকা দেন ৷ যদিও তাতে শেষরক্ষা হয়নি ৷ সন্দীপকেও গ্রেফতার হতে হয় পুলিশের হাতে ৷ অন্যদিকে, রিয়া খুন হওয়ার পর তাঁর বাপের বাড়ির তরফ থেকে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয় ৷ সেই অভিযোগপত্রে সন্দীপের নাম ছিল ৷

পুলিশের অনুমান, রিয়াকে খুনের উদ্দেশ্য়েই ভিনরাজ্যে নিয়ে আসা হয়েছিল ৷ তবে, খুব সম্ভবত, বাগনানের জাতীয় সড়কের সংশ্লিষ্ট জায়গায় তিনি খুন হননি ৷ তাঁকে আগেই খুন করা হয়েছিল ৷ তারপর রিয়ার মৃতদেহ গাড়িতে বসিয়ে ওই স্থান পর্যন্ত নিয়ে আসেন প্রকাশ ৷ তদন্তে আরও জানা গিয়েছে, রিয়া ও প্রকাশের একমাত্র মেয়ের জন্মদিন আসন্ন ছিল ৷ মেয়ের জন্য উপহার কেনার নাম করেই রিয়াকে কলকাতায় আসতে রাজি করা হয় ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.