ETV Bharat / state

Eastern Railway: ভ্রমণ পিপাসুদের জন্য হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন চালু করছে পূর্ব রেল

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 10:56 PM IST

Etv Bharat
Etv Bharat

সপ্তাহান্তে ছুটি উপভোগ করতে অনেকেই দু-তিনদিনের ছোট ট্যুরের পরিকল্পনা করেন ৷ হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে টিকিটের চাহিদাও থাকে প্রচুর ৷ সেই সমস্ত পর্যটকদের কথা ভেবেই হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন চালু করতে চলেছে পূর্ব রেল ।

হাওড়া, 22 সেপ্টেম্বর: আর মাত্র কয়েকটা দিন ৷ তার পরেই ঢাকে কাঠি পড়ল বলে ৷ উমার ঘরের আসার সঙ্গে সঙ্গে আমোদে বাঙালির ছুটির মরশুম শুরু হয়ে য়ায় ৷ ভ্রমণপিপাসু বাঙালির সেই চাহিদা মেটাতে আসরে পূর্ব রেল ৷ সপ্তাহের শেষ বা জাতীয় ছুটির দিনগুলোতে ঘুরতে যাওয়ার জন্য টিকিটের বিশেষ চাহিদা তৈরি হয় । সেই বর্ধিত চাহিদাকে মাথায় রেখে ও যাত্রী সুবিধাকে অগ্রাধিকার দিয়ে এই দিনগুলোতে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল ৷ পাশাপাশি এই উদ্যোগ পর্যটন শিল্পের বিকাশেও সাহায্য করবে ৷ অর্থনীতির উন্নতিতেও সহায়ক হবে বলে মনে করছেন পূর্ব রেলের আধিকারিকরা ৷

পূর্ব রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, 03031 হাওড়া – নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস (স্পেশাল) হাওড়া থেকে 27 সেপ্টেম্বর (বুধবার) রাত্রি 11.40 মিনিটে ছাড়বে । ওই ট্রেনটি পরের দিন সকাল 10.45 মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে । 03032 নিউ জলপাইগুড়ি–হাওড়া এক্সপ্রেস (স্পেশাল) 28 সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নিউ জলপাইগুড়ি থেকে দুপুর 12টা বেজে 15 মিনিটে ছাড়বে ৷ ট্রেনটি ওই দিনেই রাতেই 11টা বেজে 30 মিনিটে হাওড়া স্টেশন পৌঁছবে ।

আরও পড়ুন: টিকিটের দাম সংক্রান্ত ভাইরাল নির্দেশিকা ভুয়ো, সতর্ক করল পূর্ব রেল

যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং বাতানকুল কামরার ব্যবস্থা করা হয়েছে । ট্রেনটি যাত্রাপথে ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড স্টেশন এবং মালদা টাউন স্টেশনে দাঁড়াবে । হাওড়া-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস স্পেশাল (03031) ট্রেনের টিকিট বুকিংয় পক্রিয়া 23 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার থেকে শুরু হয়ে যাবে ৷ আগ্রহী যাত্রীরা এদিন টিকিট বুকিং শুরু করতে পারেন ৷ রেলের পিআরএস ও অনলাইনে টিকিট বুকিংয়ের সুবিধা থাকবে ৷ তৎকাল-সহ অন্যান্য টিকিটের দামে ভর্তুকি লাগু করা হবে না । এমনটাই জানানো হয়েছে পূর্ব রেল সূত্রে ৷

আরও পড়ুন:চলন্ত ট্রেনে ধর্ষণ! নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস জিআরপির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.