ETV Bharat / state

Cyclone Asani : অশনির প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস, হাওড়ায় চালু কন্ট্রোল রুম

author img

By

Published : May 10, 2022, 12:51 PM IST

ঘূর্ণিঝড় অশনির তেমন প্রভাব না থাকলেও বঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস (Cyclone Asani) ৷ তার জেরেই প্রশাসনের তরফে প্রায় প্রতিটি জেলায় দেওয়া হয়েছে সতর্কবার্তা ৷ হাওড়া পৌরনিগমের তরফে চালু করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম ৷

howrah
হাওড়া পৌরনিগম

হাওড়া, 10 মে : ক্রমেই শক্তি হারাচ্ছে অশনি ৷ শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ৷ তবে ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব না পড়লেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ বিশেষ করে সতর্কবার্তা দেওয়া হয়েছে উপকূলের জেলাগুলিতে ৷ যার মধ্যে রয়েছে কলকাতা, দুই 24 পরগনা ও দুই মেদিনীপুর । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়ায় । বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ।

তবে ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব না থাকলেও ভারী বৃষ্টির জেরে যাতে মানুষকে অসুবিধার মধ্যে না পড়তে হয় তার জন্য হাওড়া পৌরনিগমের তরফে মঙ্গলবার চালু করা হল বিশেষ কন্ট্রোল রুম (Control Room Open in Howrah due to Asani Cyclone) ৷ এই বিষয়ে পৌরনিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, অশনি-র কথা মাথায় রেখে হাওড়া পৌর নিগমের তরফে খোলা হয়েছে 24 ঘণ্টার কন্ট্রোল রুম । 628922 32871 এই নম্বরে ফোন করে যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে সাহায্য নিতে পারবে সাধারণ মানুষ ।

আরও পড়ুন : Cyclone Asani : অশনি মোকাবিলায় প্রস্তুত তটরক্ষী বাহিনী, চলছে মহড়া

এই বিশেষ কন্ট্রোল রুমের সঙ্গে সংযোগস্থাপন করে কাজ করবে হাওড়া পৌরনিগম (Howrah News) । এছাড়াও এই টিমের সঙ্গে যোগাযোগ রেখে চলবে দমকল, পৌরনিগম, পুলিশ, এনডিআরএফ, সিভিল ডিফেন্স ও সিইএসসি কর্তারা । পাশাপাশি শহরের যে পিট হোলগুলো রয়েছে সেগুলোকে খুলে রাখার বন্দোবস্ত করা হয়েছে । যাতে সহজেই জল বেরিয়ে যেতে পারে ৷ আগামী 12 তারিখ পর্যন্ত পুরকর্মীদের সবার ছুটি বাতিল করা হয়েছে । সিইএসসি বিভাগকেও সতর্ক থাকার জন্য বলা হয়েছে ৷

অশনির প্রভাবে হাওড়ায় কন্ট্রোল রুম সম্পর্কে পৌর প্রশাসকের বক্তব্য

যদিও এই বিষয়ে পৌরনিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী দাবি করেন, সকাল থেকে বৃষ্টি হলেও শহরের যে সমস্ত স্থানে জমা জলের সমস্যা তৈরি হয় সেখানে এখনও পর্যন্ত জল জমার কোনও খবর নেই । যদিও 46 নম্বর ওয়ার্ডের কোথাও জল জমার খবর এলেও দ্রুত জল নামানোর ব্যবস্থা করা হচ্ছে বলেই জানান মুখ্য প্রশাসক ।

প্রসঙ্গত, অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয় হাওড়া শহর । দীর্ঘদিন ধরে জমে থাকা সেই জলের মধ্যে দিয়েই যাতায়াত করতে হয় শহরবাসীদের । এবারে জল জমা মোকাবিলায় তৎপর পৌরনিগম । নিম্নচাপের আজকের বৃষ্টিতে পুরানো জল জমার চিত্র না দেখা গেলেও আগামিদিনে পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে চিন্তিত শহরবাসী ।

আরও পড়ুন : West Bengal Weather Update : অশনির জের, ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.