ETV Bharat / state

সৎকারে পাঠানোর দায়িত্ব নিয়ে চাপানউতোর, 48 ঘণ্টা হাসপাতালে করোনায় মৃতের দেহ

author img

By

Published : May 10, 2021, 4:48 PM IST

48 ঘণ্টা পরে থাকল করোনায় মৃতের দেহ
ছবি

মৃতের মেয়ের অভিযোগ, হাসপাতাল থেকে তাঁদের নিজেদের দায়িত্বে মৃতদেহ নিয়ে যাওয়ার কথা বলা হয় । পরে আবার বলা হয়, দেহ হাসপাতালের উদ্যোগেই পৌরনিগমের গাড়ি করে সৎকারে পাঠানো হবে ৷

বেলুড়, 10 মে : প্রায় 48 ঘণ্টা পার হয়ে গেলেও এখনও এক কোভিড রোগীর দেহ সৎকার হল না । বেলুড়ের এক ব্যক্তি শনিবার দুপুরে লিলুয়ার রেল হাসপাতালে মারা যান । কিন্তু তারপর থেকে তাঁর দেহ সৎকার করবে কারা সেই নিয়ে টানাপোড়েনে এখনও পর্যন্ত দেহটি পড়ে আছে রেল হাসপাতালের মর্গে । এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলতে না চাইলেও সমস্ত বিষয়টি স্বাস্থ্য বিভাগের উপরে চাপানো হয়েছে ৷ অপরদিকে বিষয়টি নিয়ে হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলেই জানিয়েছেন ।

এই চাপানউতোরে অসহায় পরিবারের লোকেরা এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছেন দেহ সৎকারের আশায় । মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের নম্বর দেওয়া হলেও তারা প্রচুর টাকা দাবি করছে ৷ এই মুহূর্তে সেই টাকা তাঁরা দিতে পারছেন না । চরম অসহায়তার মধ্যে পড়তে হয়েছে মৃতের পরিবার ৷

এই প্রসঙ্গে মৃতের মেয়ে জানিয়েছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর প্রথমে এক বেসরকারি হাসপাতালে 12 দিন ভর্তি করা হয়েছিল ৷ পরে তাঁকে রেলের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল । মৃতের ফুসফুসের প্রায় 70% ক্ষতিগ্রস্ত হয়েছিল । তাঁকে রেলের হাসপাতালে নিয়ে আসার 2 ঘন্টা পরেই তাঁর মৃত্যু হয়। মৃতের মেয়ের অভিযোগ, হাসপাতাল থেকে তাঁদের নিজেদের দায়িত্বে মৃতদেহ নিয়ে যাওয়ার কথা বলা হয় । পরে আবার বলা হয়, দেহ হাসপাতালের উদ্যোগেই পৌরনিগমের গাড়ি করে সৎকারে পাঠানো হবে ৷

যদিও এই প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, এই বিষয়ে যা বলার তা জনসংযোগ আধিকারিক বলবেন । যদিও দেহ 48 ঘণ্টা ধরে হাসপাতালে পড়ে থাকার বিষয়টি স্বীকার করে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ হাসপাতালের এক কর্মী জানান, রাজ্য সরকার কোভিড মৃতদেহ দাহ করার দায়িত্বে আছে । তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল । কিন্তু এখনও গাড়ি আসেনি ।

পরে অবশ্য ঘটনার খবর পেয়ে হাওড়া পৌরনিগমের 62 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা কৈলাশ মিশ্র মৃতদেহ সৎকারের ব্যবস্থা করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.