ETV Bharat / state

Hooghly Murder : হুগলিতে বাবা-মা সহ মেয়েকে কুপিয়ে খুন, আটক আত্মীয়

author img

By

Published : Dec 6, 2021, 1:22 PM IST

Updated : Dec 6, 2021, 2:37 PM IST

একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুনের অভিযোগ ৷ হুগলির চণ্ডীতলা এলাকার ঘটনা (Hooghly Murder) ৷ নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা সঞ্জয় ঘোষ, তাঁর স্ত্রী মিতালি ঘোষ এবং তাঁদের মেয়ে শিল্পা ঘোষ ৷ অভিযোগ, শ্রীকান্ত ঘোষ সঞ্জয়ের এক আত্মীয়ই এই কাণ্ড ঘটিয়েছেন ৷ চণ্ডীতলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ৷ ঘটনার পর থেকেই বেপাত্তা শ্রীকান্ত ৷ পুলিশ তাঁর দাদা তপন ঘোষকে আটক করেছে ৷

police detain relative in hooghly murder case
Hooghly Murder : হুগলিতে বাবা, মা, মেয়েকে কুপিয়ে খুন, আটক আত্মীয়

হুগলি, 6 ডিসেম্বর : প্রথমে শাবল দিয়ে মাথায় আঘাত ৷ তারপর ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ ৷ নৃশংসভাবে খুন হতে হল একই পরিবারের তিন সদস্যকে ৷ সোমবারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির চণ্ডীতলায় (Hooghly Murder) ৷ নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা সঞ্জয় ঘোষ (45), তাঁর স্ত্রী মিতালি ঘোষ (36) এবং তাঁদের মেয়ে শিল্পা ঘোষ (17) ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, সঞ্জয়ের জ্যাঠতুতো ভাই শ্রীকান্ত ঘোষই এই পৈশাচিক কাণ্ড ঘটিয়েছেন ৷

আরও পড়ুন : Student murder in Dinajpur : প্রণয়ঘটিত সমস্যায় বন্ধুর হাতে খুন সপ্তম শ্রেণির ছাত্র

সূত্রের দাবি, সম্প্রতি মুম্বই থেকে চণ্ডীতলায় ফিরেছিলেন শ্রীকান্ত ঘোষ ৷ প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না তিনি ৷ সর্বক্ষণই মনমরা হয়ে থাকতেন ৷ কী কারণে তাঁর এমন আচরণ, তা জানা নেই স্থানীয় বাসিন্দাদের ৷ তবে সম্পত্তি নিয়ে শ্রীকান্তর সঙ্গে সঞ্জয়ের যে একটা ঝামেলা চলছিল, সেটা তাঁরা জানতেন ৷ কিন্তু, পারিবারিক বিবাদ নিয়ে কোনও পক্ষই কখনও বাইরের কারও সঙ্গে আলোচনা করেনি ৷

এদিন সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎই সঞ্জয়দের বাড়িতে চিৎকার চেঁচামিচি শুরু হয় ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই কোনও কারণে ক্ষেপে উঠেছিলেন শ্রীকান্ত ৷ সঞ্জয়ের বাড়িতে ঢুকে প্রথমে তাঁর উপরেই হামলা করেন ওই যুবক ৷ শাবল দিয়ে সঞ্জয়ের মাথায় আঘাত করে শ্রীকান্ত ৷ তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন ৷ স্বামীর আর্ত চিৎকারে ছুটে আসেন স্ত্রী মিতালি ৷ সেই সময় রান্নাঘরে বসে সবজি কাটছিলেন তিনি ৷ সেখান থেকে বেরিয়ে এসে স্বামীকে বাঁচানোর চেষ্টা করতেই মিতালির উপর ঝাঁপিয়ে পড়েন শ্রীকান্ত ৷ তাঁকেও একইভাবে খুন করা হয় ৷

হুগলির চণ্ডীতলায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুনের অভিযোগ ৷

বাবা-মায়ের এই দশা দেখে পালিয়ে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে একাদশ শ্রেণির ছাত্রী শিল্পা ৷ তাকে পালাতে দেখে পিছনে তেড়ে আসেন শ্রীকান্ত ৷ ভাইঝির চুলের মুঠি ধরে তাকে টেনে আনেন তিনি ৷ প্রাণভিক্ষা চেয়ে কাকার কাছে কাকুতি মিনতি করতে থাকে শিল্পা ৷ কিন্তু, তাতেও কোনও লাভ হয়নি ৷ শিল্পাকেও একইভাবে শাবল দিয়ে মাথায় আঘাত করেন শ্রীকান্ত ৷ আহত হয়ে রাস্তাতেই পড়ে যায় ওই কিশোরী ৷ তারপর তাকে উন্মত্তের মতো কোপাতে থাকেন তিনি ৷ এই ঘটনার পরই এলাকা ছেড়ে চম্পট দেন ওই যুবক ৷

আরও পড়ুন : Murder in Singur : সিঙ্গুর খুনে মূল অভিযুক্ত এখনও অধরা, গ্রেফতার 1

এদিকে, খুনের খবর চাউর হতেই সঞ্জয়ের বাড়ির সামনে এসে জড়ো হন প্রতিবেশীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চণ্ডীতলা থানার পুলিশ ৷ দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয় ৷ অন্যদিকে, পুলিশের পাশাপাশি এলাকার বাসিন্দারাও শ্রীকান্তর খোঁজে নানা জায়গায় তল্লাশি শুরু করে দেন ৷ শ্রীকান্ত ও তাঁর দাদা তপন ঘোষের বাড়িতে ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে এলাকাবাসীর একাংশের বিরুদ্ধে ৷ পুলিশ তপন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ৷

Last Updated : Dec 6, 2021, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.