ETV Bharat / state

Stop Child Marriage: জগদ্ধাত্রী পুজোয় মহিলার বেশে বাল্যবিবাহ রোধের প্রচারে শিক্ষক

author img

By

Published : Nov 1, 2022, 8:53 PM IST

মুখে মেকআপ ৷ গালে লাল দাগ ৷ কপালে ইয়া বড় লাল টিপ ৷ পরনে ঘাগরা ৷ হাতে রয়েছে পোস্টার আর তাতে লেখা, বাল্য বিবাহ(Stop Child Marriage)বন্ধ করুন ৷ জগদ্ধাত্রী পুজোর মন্ডপে এমনই একজনকে দেখা গেল ৷ কাছে গিয়ে জিজ্ঞাসা করতেই মিলল পরিচয় ৷

Child Marriage
জগদ্ধাত্রী পুজোয় মহিলার বেশে বাল্যবিবাহ রোধের প্রচারে শিক্ষক

চন্দননগর, 1 নভেম্বর: নিজ উদ্যোগে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় মন্ডপে মন্ডপে ঘুরে বাল্য বিবাহ রোধের প্রচার করছেন খানাকুলের প্রাথমিক স্কুলের এক শিক্ষক(Teacher Creating Awareness Against Child Marriage)৷ পুরুষ হয়েও মহিলার বেশে সেজেছেন তিনি ৷ নিজের নাম দিয়েছেন বহুরূপী গোলাপ সুন্দরী ৷ কলকাতা হোক বা ভিন রাজ্য, বহুরূপী সেজে বিভিন্ন বিষয়ে সচেতনতার বার্তা প্রচার করে থাকেন তিনি ৷

নাম দেবাশিস মুখোপাধ্যায় ৷ বাড়ি খানাকুলে ৷ সেখানেই এক প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন ৷ বিভিন্ন কুসংস্কারের বিষয়ে মানুষকে সচেতন করাই লক্ষ্য তাঁর । তাই খানাকুল থেকে বিভিন্ন জায়গায় বহুরূপী সেজে সচেতনতার বার্তা প্রচার করেন । ঘণ্টার পর ঘণ্টা গোলাপ সুন্দরী সেজে মুখে মেকআপ নিয়ে হাঁটেন । কোথাও 10 কিলোমিটার কোথাও বা 15 কিলোমিটার হাঁটতে হয় ৷

বাল্যবিবাহ রোধের প্রচারে শিক্ষক

এই বিষয়ে দেবাশিসবাবু বলেন, "বাল্যবিবাহ (Stop Child Marriage) যাতে আর না-হয় তার জন্য বিভিন্ন জায়গায় প্রচার করি । আজ আমি চন্দননগর ও চুঁচুড়া এসেছি । কেননা এখানে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে দূর-দূরান্ত থেকে অনেক মানুষ আসেন (Awareness Against Child Marriage at Jagaddhatri Puja Pandal)৷ আর তাঁদের সবার সামনে এই প্রচার তুলে ধরতে চাই আমি ৷ তাঁরা যদি আমার এই প্রচেষ্টার সঙ্গে সহযোগিতা করেন ও মানুষকে বোঝান যে 18 বছরের আগে মেয়ে এবং ছেলেদের 21 বছর আগে বিয়ে যাতে না-হয়, তাহলে আমাদের সমাজে অনেক উপকার হবে ৷ অল্পবয়সি মেয়েদের বিয়ে হওয়ার ফলে তাদের নানারকম রোগ হচ্ছে, রুগ্ন শিশু জন্ম নিচ্ছে । তার ফলে আমাদের সমাজে অনেক ক্ষতি হচ্ছে ৷ তাই আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই বাল্য বিবাহের বিরুদ্ধে প্রচার করে বেড়াচ্ছি ।"

আরও পড়ুন : বর্ধমান জেলায় বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধে পথনাটিকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.