ETV Bharat / state

বর্ধমান জেলায় বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধে পথনাটিকা

author img

By

Published : Feb 7, 2020, 11:58 PM IST

বর্ধমান জেলায় বাল্যবিবাহ ও শিশু নির্যাতন নির্মূল করতে আয়োজিত হল পথনাটিকা ৷ নেহরু যুবকেন্দ্র, UNICEF ও জেলা প্রশাসনের উদ্যোগে বর্ধমান স্টেশন চত্বরে বাল্যবিবাহ রোধ ও শিশু নিগ্রহ রোধে কী ব্যবস্থা নেওয়া উচিত সেই বার্তা দিতেই এই পথনাটিকা ।

To eradicate child marriage and child abuse, organised street drama with support from UNICEF
বর্ধমান জেলায় বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধে পথনাটিকা, পাশে UNICEF

বর্ধমান, 7ফেব্রুয়ারি : টিউশন পড়তে গিয়ে শিক্ষকের কাছে অশালীন ব্যবহার পেয়েছিল ছাত্রীটি ৷ লজ্জায় বিষয়টি প্রথমে কাউকে বলতে পারেনি । পরে এক বন্ধুর পরামর্শে বাড়ি ফিরে মাকে ঘটনার কথা বলেছিল সে । এদিকে বিষয়টি ওই নাবালিকা ছাত্রীর বাবার কানে যেতেই বিপত্তি ৷ তার বাবা কোন কিছু না বলে বিয়ের ব্যবস্থা করতে শুরু করেন । এদিকে ছাত্রীটি বুদ্ধি করে চাইল্ড লাইনে ফোন করে ৷ জোর করে বিয়ে দেওয়ার ঘটনার কথা জানায় । বিয়ের দিন পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এসে বিয়ে বন্ধ করে দেয় চাইল্ড লাইনের আধিকারিকরা । আলো- নামে একটি পথনাটিকার মাধ্যমে তুলে ধরা হয় এই ঘটনাটি ।


নেহরু যুবকেন্দ্র, UNICEF ও জেলা প্রশাসনের উদ্যোগে বর্ধমান স্টেশন চত্বরে বাল্যবিবাহ রোধ ও শিশুনিগ্রহ রোধে কী ব্যবস্থা নেয়া উচিত সেই বার্তা দিতে এই পথনাটিকা । যা দেখতে বর্ধমান স্টেশন চত্বরে মানুষের উৎসাহ ছিল দেখার মতো । নেহরু যুব কেন্দ্র ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর উত্তরা বিশ্বাস বলেন, বাড়িতে গিয়ে কিংবা স্কুলে টিউশন পড়তে গিয়ে ছাত্রীরা নানা ধরনের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয় । যেটা তারা কাউকে বলতে পারেনা । শুধু তাই নয় নাবালিকাদের জোর করে বিয়ে দেওয়ার ফল কী হতে পারে সবকিছুই এই পথনাটিকার মাধ্যমে তুলে ধরা হয়েছে ।

বর্ধমান জেলায় বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধে পথনাটিকা, পাশে UNICEF
চাইল্ড রাইটসের এক সদস্য শুভ্র কর বলেন, স্টেশন চত্বর এলাকায় যেসব মানুষ আছে তারা বাল্যবিবাহ, শিশু নির্যাতনের মতো ঘটনা ঘটলে কোন নাম্বারে ফোন করবে বা প্রতিরোধ করবে সেই বিষয়ে সচেতন করতেই এই পথনাটিকা । বর্ধমান জেলাজুড়ে এই অনুষ্ঠান করা হবে বলে জানান তিনি।
Intro:টিউশন কিংবা স্কুলে গিয়ে যৌন নির্যাতনের শিকার , ফোন করুন 1098 এ

পুলক যশ , বর্ধমান


টিউশন পড়তে গিয়ে শিক্ষকের কাছে অশালীন ব্যবহার পেয়েছিল ছাত্রীটি লজ্জায় বিষয়টি প্রথমে কাউকে বলতে পারেনি ।পরে এক বন্ধুর পরামর্শে বাড়ি ফিরে তার মাকে ঘটনার কথা বলেছিল সে। এদিকে বিষয়টি ওই নাবালিকা ছাত্রীর বাবার কানে যেতেই তার বাবা কোন কিছু না বলে ওই নাবালিকা ছাত্রীর বিয়ের ব্যবস্থা করতে শুরু করে। এদিকে ছাত্রীটি বুদ্ধি করে চাইল্ড লাইনে ফোন করে জোর করে বিয়ে দেওয়ার ঘটনার কথা জানায়। বিয়ের দিন পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে চাইল্ড লাইনের আধিকারিকেরা এসে বিয়ে বন্ধ করে দেয়। আলো- নামে একটি পথনাটিকার মাধ্যমে এই ঘটনা তুলে ধরা হল।


Body:নেহেরু যুব কেন্দ্র, ইউনিসেফ ও জেলা প্রশাসনের উদ্যোগে বর্ধমান স্টেশন চত্বরে বাল্যবিবাহ রোধ শিশু ও ছাত্রীদের যৌন নির্যাতন রোধে কি ব্যবস্থা নেয়া উচিত সেই বার্তা দিতেই এই পথনাটিকা। যা দেখতে বর্ধমান স্টেশন চত্বরে মানুষের উৎসাহ ছিল দেখার মতো।

নেহেরু যুব কেন্দ্র ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর উত্তরা বিশ্বাস বলেন, বাড়িতে গিয়ে কিংবা স্কুলে টিউশন পড়তে গিয়ে ছাত্রীরা নানা ধরনের অপ্রীতিকর ঘটনা মুখোমুখি হয়। যেটা তারা কাউকে বলতে পারেনা। শুধু তাই নয় নাবালিকা ছাত্রীদের জোর করে বিয়ে দেওয়ার ফল কি হতে পারে সবকিছুই এই পথনাটিকার মাধ্যমে তুলে ধরা হয়েছে।


Conclusion:চাইল্ড রাইটস এর এক সদস্য শুভ্র কর বলেন, স্টেশন চত্বর এলাকায় যেসব মানুষ আছেন তাদের বার্তা হলো বাল্যবিবাহ, শিশু নির্যাতনের মতো ঘটনা ঘটলে তারা কোন নাম্বারে ফোন করবে বা প্রতিরোধ করবে সেই বিষয়ে সচেতন করতেই এই পথনাটিকা ।বর্ধমান জেলা জুড়ে এই অনুষ্ঠান করা হবে বলে জানান তিনি।


বাইট 1 উত্তরা বিশ্বাস , ডিস্ট্রিক্ট ইয়ুথ কো অর্ডিনেটর , নেহেরু যুব কেন্দ্র

বাইট 2 শুভ্র কর , চাইল্ড রাইটস এর সদস্য

রেডি প্যাকেজ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.