ETV Bharat / state

Suvendu Slams Mamata: 'কেজরিওয়ালকে সিবিআই ডাকলে, মমতাকে নয় কেন ?', প্রশ্ন শুভেন্দুর

author img

By

Published : Apr 19, 2023, 8:38 AM IST

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী

রবিবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছিল সিবিআই ৷ এরপর বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, সারদা মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে মমতার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে ৷

হুগলি, 19 এপ্রিল: কেজরিওয়ালকে ডাকলে বাংলার মুখ্যমন্ত্রীকে তলব নয় কেন ? প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয় বার নতুন নোটিশ পাঠায় সিবিআই ৷ এ প্রসঙ্গে এদিন রাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু বলেন, "আমি চাই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি পিসি-ভাইপোর (মমতা ও অভিষেক) বিরুদ্ধে পদক্ষেপ করুক ৷"

মঙ্গলবার হুগলির সিঙ্গুরে শুভেন্দু সারদা প্রসঙ্গ টেনে সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, "সারদা দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়র বিরুদ্ধে সিবিআইয়ের কাছে যথেষ্ট প্রমাণ আছে ৷ কিন্তু তারা তদন্ত করছে না ৷ যদি কেজরিওয়ালকে দিল্লির আবগারি দুর্নীতি নিয়ে জেরা করা যায়, তাহলে মমতাকে নয় কেন ?" সোমবার সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পান অভিষেক ৷ কিন্তু সেই নির্দেশের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব করে ৷ পরে তা খারিজ হয়ে যায় ৷ এরপর আবারও অভিষেককে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে সিবিআই ৷ একে তৃণমূল নেতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 'অতিসক্রিয়তা' বলে আখ্যা দিয়েছেন ৷

  • #WATCH | We are not interested in these types of people. We are interested in strengthening the booth. West Bengal BJP is now very self-independent, we don't need to bring any leader. We are not allowing this type of rejected people: West Bengal LoP, Suvendu Adhikari when asked… https://t.co/PXBRpqrLlR pic.twitter.com/meXe7ClHCT

    — ANI (@ANI) April 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে সিবিআইয়ের এই সক্রিয়তার প্রশংসা করে শুভেন্দু বলেন, "সিবিআই খুব ভালো কাজ করছে ৷ রাজ্য সরকারের কাছ থেকে কোনও রকম সহযোগিতা না-পাওয়া সত্ত্বেও এজেন্সি দ্রুত কাজ করছে ৷" এই প্রসঙ্গে সদ্য গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার কথাও তোলেন বিজেপি নেতা ৷ তিনি বলেন, "জীবনকৃষ্ণ সাহা তদন্তকারী আধিকারিকদের কাছ থেকে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন ৷ সেটি নষ্ট করে তথ্যপ্রমাণ লোপাট করতে চেয়েছেন ৷ এই পরিস্থিতিতে সিবিআই সঠিক কাজ করছে ৷ তাদের এই কাজ চালিয়ে যাওয়া উচিত ৷ নতুবা মমতা ও তাঁর লোকেরা সব প্রমাণ নষ্ট করে ফেলবেন ৷"

সারদা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জড়িত থাকার পাশাপাশি অভিষেক ও মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের কথাও তোলেন শুভেন্দু ৷ তিনি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও যথেষ্ট প্রমাণ আছে৷ তাঁর পরিবারের অন্য সদস্যরাও দুর্নীতিতে যুক্ত ৷ তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না কেন ? যদি আমি মিথ্যে কথা বলি, তাহলে অভিষেক আমার বিরুদ্ধে মানহানির মামলা করছে না কেন ?"

আরও পড়ুন: যেদিন চাইবে সেদিন জেলে ঢুকিয়ে দেবে, অভিষেককে সিবিআই নোটিশ প্রসঙ্গে মন্তব্য শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.