ETV Bharat / state

Suvendu Adhikari: যেদিন চাইবে সেদিন জেলে ঢুকিয়ে দেবে, অভিষেককে সিবিআই নোটিশ প্রসঙ্গে মন্তব্য শুভেন্দুর

author img

By

Published : Apr 18, 2023, 9:22 PM IST

Updated : Apr 18, 2023, 10:36 PM IST

মঙ্গলবার হুগলির সিঙ্গুরে সভা ছিল শুভেন্দু অধিকারীর ৷ সেখান থেকে একাধিক ইস্যুতে তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারীর মন্তব্য

সিঙ্গুর, 18 এপ্রিল:"অনেক নোটিশ আসছে, অনেক নোটিশ যাচ্ছে ৷ যেদিন চাইবে সেদিন ঢুকিয়ে দেবে । এরপর সিবিআইয়ের নজরে আরও বিধায়ক, প্রাক্তন বিধায়ক, সাংসদ ও কাউন্সিলরদের নাম রয়েছে । আসতে আসতে সব ঢুকবে ।" তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই-এর নোটিশ প্রসঙ্গে মঙ্গলবার এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী ৷

এদিন হুগলির সিঙ্গুরের বড়া হাওয়াখানা এলাকায় বিজেপি'র এক জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করেন ৷ দক্ষিণ 24 পরগনার ভাঙরে এদিন নথি পোড়ানোর যে ঘটনা সামনে এসেছে সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "গাড়ি গাড়ি নথি লুকিয়ে পোড়ানো হচ্ছে । পশ্চিমবঙ্গে বিধায়ক যেভাবে পাঁচিল টপকে ঘুরছে, পুকুরে জল সেচ করে মোবাইল খুঁজতে হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে প্রমাণ লোপাটের জন্য তৃণমূল পারে না এমন কোনও কাজ নেই । সিবিআই নিজস্ব ইনফরমেশন পেয়েই ভাঙরে গিয়েছে ৷ এরপর আবার নতুন এপিসোড দমকল নিয়োগ দুর্নীতি শুরু হয়েছে ।"

নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে এদিন শুভেন্দুর মন্তব্য, "নিয়োগের তালিকা ভাইপোর অফিস থেকে তাঁর পিএ বানিয়ে দিয়েছে । সঠিক পথে তদন্ত চলছে ৷ এটা ক্রমশ প্রকাশ্য ।" তৃণমূল বিধায়ককে গ্রেফতার করা হলেও তা সঠিক সময় বিধানসভায় জানানো হয়নি বলেই দাবি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ৷ এই প্রসঙ্গে শুভেন্দু জানান, বিধানসভার আইনজ্ঞদের থেকে ইডি ও সিবিআই অনেক বেশি আইন জানা সংস্থা ।

আরও পড়ুন: 'কষ্ট পেয়ে বড় হওয়া ছেলেটা কারও কষ্টের কারণ হতে পারে না', বলছেন জীবনকৃষ্ণের মা

মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলন প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর এদিনের মন্তব্য, মমতার সিঙ্গুর আন্দোলনের উদ্দেশ্য কৃষি জমি ফিরিয়ে দেওয়া ছিল না, ছিল মুখ্যমন্ত্রী হওয়া । মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বড় সর্বনাশ করে গিয়েছেন, টাটা কারখানা ধ্বংস করে । বিজেপি রাজ্যে শিল্পের পক্ষে বলেও দাবি শুভেন্দু অধিকারীর ৷

Last Updated : Apr 18, 2023, 10:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.