ETV Bharat / state

Sukanta stopped by Police: 'সত্য চাপতেই আমাদের আটকানো হচ্ছে' ! রিষড়ায় ঢুকতে না পেরে তোপ সুকান্তর

author img

By

Published : Apr 3, 2023, 2:59 PM IST

আবারও পুলিশের বাধার মুখে পড়লেন সুকান্ত মজুমদার ৷ সোমবার রিষড়ায় যাচ্ছিলেন তিনি ৷ তার আগেই কোন্ননগরে তাঁকে আটকে দেয় পুলিশ ৷ ঘটনা ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সংশ্লিষ্ট এলাকা ৷

Sukanta Majumdar stopped by Police before entering Rishra in Hooghly
ফাইল ছবি

ফের আটকানো হল সুকান্ত মজুমদারকে

কোন্নগর, 3 এপ্রিল: রবিবার যে ছবি দেখা গিয়েছিল হাওড়ায়, সোমবার তারই পুনরাবৃত্তি ঘটল হুগলির কোন্নগরে ৷ আবারও পুলিশের বাধার মুখে পড়তে হল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ৷ রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রবিবার অশান্ত হয়ে ওঠে হুগলির রিষড়া ৷ সেই ঘটনায় বিজেপির বিধায়ক-সহ বেশ কয়েকজন আহত হন ৷ সোমবার তাঁদের সঙ্গে দেখা করতেই কলকাতা থেকে রিষড়া রওনা দেন সুকান্ত ৷ কিন্তু, এলাকায় ঢোকার আগেই তাঁকে আটকে দেয় পুলিশ ৷ কোন্নগরে ব্যারিকেড করে তারা ৷ তাতে আটকে যায় সুকান্তর কনভয় ৷ ঘটনায় উত্তেজিত বিজেপির কর্মী ও সমর্থকরা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ৷ রীতিমতো ধুন্ধুমার শুরু হয় ৷ এদিন সুকান্তর সঙ্গে ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ৷ তিনি পুলিশের সঙ্গে কথা বলে এলাকায় ঢোকার অনুমতি চাইলেও প্রাথমিকভাবে তাতে কোনও লাভ হয়নি বলে জানা গিয়েছে ৷

এদিকে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন, রবিবার রিষড়ায় যে ঘটনা ঘটেছে, তার জন্য তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা, কর্মীরাই দায়ী ৷ এমনকী, রবিবারের ঘটনার নেপথ্যে তৃণমূলের স্থানীয় এক কাউন্সিলর ও তাঁর ছেলেও জড়িত রয়েছেন বলে অভিযোগ করেছেন সুকান্ত ৷ তাঁর দাবি, রবিবারের হামলা পূর্ব পরিকল্পিত ৷ সুকান্তর অভিযোগ, রামনবমীর মিছিল চলাকালীন একটি নির্দিষ্ট জায়গায় মিছিলের উপর হামলা চালানো হয় ৷ মিছিল লক্ষ করে পাথর ছোড়া হয় ৷ সুকান্তর প্রশ্ন, এত পাথর এল কোথা থেকে ? তিনি দাবি করেছেন, এখনও এলাকার তৃণমূল নেতা ও কর্মীদের বাড়ির ছাদে পাথর জমানো রয়েছে !

আরও পড়ুন: দুর্নীতিকাণ্ডে সিপিএম ও তৃণমূলকে একযোগে কটাক্ষ সুকান্ত মজুমদারের

এদিকে, পুলিশের বক্তব্য, রিষড়ায় 144 ধারা কার্যকর রয়েছে ৷ তাই সেখানে বিজেপির নেতাদের ঢুকতে দেওয়া যাবে না ৷ সুকান্তর পালটা প্রশ্ন, যদি কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায়রা যেতে পারেন, তাহলে তাঁরা কেন এলাকায় ঢুকতে পারবেন না ? এমনকী, কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে এদিনও যাঁরা ঘুরেছেন, তাঁদের কেউ কেউ রবিবারের ঘটনায় জড়িত থাকতে পারেন বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সুকান্ত ৷ তিনি বলেন, গোটা ঘটনায় কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের মতো একজন সাংসদের ভূমিকা দেখে তিনি লজ্জিত ৷ কারণ, তৃণমূল সাংসদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি বিশেষ সম্প্রদায়কে তোষণ করছেন ! সুকান্তর আরও দাবি, সামনেই পঞ্চায়েত ভোট ৷ তার আগে ভয়ের বাতাবরণ তৈরি করতেই রামনবমীর মিছিলে হামলা চালানো হচ্ছে ৷ আর এই বিষয়ে সত্য আড়াল করতে বিজেপিকে এলাকায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.