ETV Bharat / state

School Reopening Norms : কোচিং সেন্টারের আড়ালে পোলবায় রমরমিয়ে চলছে বেসরকারি স্কুল

author img

By

Published : Jan 7, 2022, 6:25 PM IST

কোভিডবিধি শিকেয় ৷ নিয়ম ভেঙে হুগলির পোলবায় চলছে ক্লাস (Polba private school violating COVID restrictions) ৷ বেসরকারি ওই স্কুলে পড়ুয়াদের হস্টেলে রেখে কোচিংয়ের নামে চলছে ক্লাস, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷

Bengal COVID surge
পোলবায় বেসরকারি স্কুলে রীতিমতো চলছে ক্লাস

হুগলি, 7 জনুয়ারি : সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে রাজহাটের একটি বেসরকারি স্কুল । পোলবার চৌতারায় ব্যান্ডেল গার্লস মিশন স্কুলে কোচিংয়ের নামে পড়াশোনা চলছে । অভিযোগ, এখানে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হচ্ছে (Private school in Polba violating COVID norms) ।

গত কয়েকদিনে পোলবা দাদপুর ব্লকে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে । তার মধ্যেই পোলবার এই বেসরকারি স্কুলে নিয়ম ভেঙে চালানো হচ্ছে স্কাস ৷ ভর্তি ও পরীক্ষার নামে ছাত্রীদের নিয়ে হস্টেলে রাখা হচ্ছে । শিক্ষক-শিক্ষিকারা রীতিমতো ক্লাস চালাচ্ছেন এখানে । যদিও স্কুলের দাবি, করোনাবিধি মেনে এই কোচিং করানো হচ্ছে । করোনার কারণে অভিভাবকরা আসতে পারছে না । অভিভাবক এলেই ছাত্রীদের ছেড়ে দেওয়া হবে ।

যেখানে সরকারি স্কুলে ছাত্রছাত্রী ছাড়াই ভর্তি ও মিড-ডে মিল প্রক্রিয়া চলছে, সেখানে এই বেসরকারি স্কুলে বাঁকুড়া, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলা থেকে ছাত্রীরা ভর্তি হচ্ছে । হস্টেলে থাকার জন্য সমস্ত রকম ব্যবস্থা নিয়ে অভিভাবকরা ভর্তি করছেন । সেই নিয়ে প্রশ্ন তুলেছেন চৌতারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা । যদিও এই বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক মুখে বলছেন করোনা বিধি মানছেন । ছাত্রীদের জীবন অনেক বেশি মূল্যবান । কিন্ত এই প্যানডেমিকের সময় সব জেনেও স্কুল খুলে ক্লাস চালিয়ে যাচ্ছেন । এই স্কুলে 500 জন পড়ুয়া হলেও বর্তমানে 100 জনের উপর ছাত্রী আছে । পড়াশোনা করছে । তাই নিয়েই প্রশ্ন তুলেছেন সকল স্তরের মানুষ ।

তবে স্কুলের অভিভাবক ও ছাত্রীদের দাবি, স্কুলে ভর্তি ও পরীক্ষার জন্য আছে ৷ ক্লাস চলছে । অভিভাবকরা এলেই পড়ুয়ারা বাড়ি চলে যাবে । এক অভিভাবক বলেন, "এখানে নিয়ম মেনে কোচিং চলছে । 6 ফুট দূরত্ব মেনে কোচিং করানো হচ্ছে । এমনিতে বাচ্চাদের ভবিষ্যৎ কানা হয়ে গিয়েছে, তারপর আর আতঙ্ক করে কী লাভ হবে ।" এখন প্রশ্ন, সরকারি নির্দেশ অমান্য করে কোচিং বা বেসরকারি স্কুল কি চলতে পারে ?

ঊর্ধ্বমুখী করোনা গ্রাফের মধ্যেও পোলবায় বেসরকারি স্কুলে ক্লাস চালু থাকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক

বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক শেখ মুসলিম মণ্ডল বলেন, "মালদা, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড-সহ বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসে এই বেসরকারি স্কুলে । 24 তারিখ রেজাল্ট দেওয়া হবে বলে অভিভাবকদের জানানো হয়েছিল । 2 জানুয়ারি রেজাল্ট দেওয়া হবে বলে অভিভাবকরা এসেছিলেন । এরপরে দুপুর তিনটের পর ঘোষণা হয় করোনাবিধিতে সব কিছু বন্ধ । ইতিমধ্যেই সমস্ত অভিভাবকদের জানানো হয়েছে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়ার জন্য । অভিভাবকরা জানিয়েছেন যে, রিজার্ভেশন না পাওয়ার জন্য তাঁরা আসতে পারছেন না ৷ তাই কিছু ছাত্রছাত্রী থেকে গিয়েছে ৷ তারা দু‘-চারদিনের মধ্যেই চলে যাবে ।"

চৌতারা প্রাইমারি স্কুলের শিক্ষিকা আলপনা ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, মিড-ডে-মিল, বই ইত্যাদি দেওয়ার জন্য অভিভাবকদের ডাকা হয়েছিল । সেখানে ছাত্রছাত্রীরা আসতে নিষেধ করা হয়েছে । বাচ্চাদের স্কুলে আসা যাবে না । বেসরকারি স্কুল বা সরকারি স্কুল সেটা স্কুল, সেখানে বাচ্চাদের নিয়ে স্কুলে আসা যাবে না ।

জেলাশাসক পি দীপপ্রিয়া বলেন, "সরকারি নিয়ম অনুযায়ী কোনও স্কুল, কোচিং বা হস্টেল চালানো বারণ ৷ তারপরও তারা কীভাবে স্কুল চালাচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷"

আরও পড়ুন : West Bengal new Covid Guidelines : ফের রাজ্যে কোভিডবিধি, বন্ধ স্কুল-কলেজ, সন্ধের পর চলবে না লোকাল ট্রেনও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.