ETV Bharat / state

Smoke Covers Kuntighat: 3 দিন ধরে কারখানার কালো ধোঁয়ায় জেরবার, সুরাহা পেতে অবরোধ বিক্ষোভে সামিল স্থানীয়রা

author img

By

Published : Jun 14, 2023, 10:57 PM IST

Etv Bharat
ধোঁয়ায় জেরবার স্থানীয়দের বিক্ষোভ

কারখানা থেকে নির্গত ধোঁয়ায় তিনদিন ধরে অতিষ্ঠ জনজীবন ৷ বারবার বলেও সমস্যার সমাধান না হওয়ায় অবরোধ বিক্ষোভে সামিল স্থানীয়রা ৷

কারখানা থেকে নির্গত ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে অবরোধ বিক্ষোভে স্থানীয়রা

হুগলি, 14 জুন: কুন্তিঘাটে রেয়নের দূষিত ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী । তার জেরেই বুধবার অসম রোডের কুন্তিঘাট শেরপুর এলাকায় বিক্ষোভ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা । কারখানার চিমনি থেকে নির্গত ধোঁয়ায় অসুস্থ হচ্ছেন স্থানীয় মানুষজন । কুন্তিঘাট এলাকার বাড়িতে খাবারের দোকানে ছাইয়ের গুঁড়োর আস্তরণ পড়ছে । এই অঞ্চলের মানুষজনের বাড়ি টেকা দায় হয়েছে ।

রেয়ন কারখানা কর্তৃপক্ষকে জানানো হলেও কোনওরকম সুরাহা না হওয়ায় বুধবার বিকেল থেকে অবরোধ শুরু করেন এলাকার বাসিন্দারা । তাঁদের অভিযোগ, যতক্ষণ না এই দূষণ থেকে নিষ্কৃতি পাবেন ততক্ষণ অবরোধ করে আন্দোলন চালাবেন ।

কারখানা সূত্রে খবর রেয়ন কারখানার বাষ্প তৈরির বয়লারগুলো ভালো কাজ করছিল না ৷ তাই অয়েল ফার্নেস বয়লার চালিয়ে কাজ চলছিল । তা থেকেই কালো ধোঁয়া বেরোতে থাকে । সমস্যা মেটাতে বাকি বয়লারগুলো মেরামতি করা হয় । তাতেই দূষণ সমস্যা মিটে যাবে বলে ধারণা ।

বিক্ষোভরত স্থানীয় বাসিন্দা দীপ্তি দাস বলেন,"গত তিনদিন ধরে কারখানার ছাই খেতে হচ্ছে ৷ সমস্ত খাবারে সমস্ত জায়গায় কয়লার গুঁড়োতে ভরে যাচ্ছে ৷ কোম্পানির লোক তাও কিছু বলছে না । বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে ৷ কোম্পানির লোককে ডাকা হলেও তাঁরা আসছেন না ৷ মাঝে মধ্যে দু'দিন বন্ধ করা হচ্ছে, আবার তিনদিনের দিন খুলে দেওয়া হচ্ছে । উপরন্তু আমরা রোগী হয়ে যাচ্ছি । এখন পুলিশ গেলে বন্ধ করে দেবে আবার কিছুক্ষণ পর চালিয়ে দেবে । আর সেই একই অবস্থা ৷"

আরেক বাসিন্দা তথা স্থানীয় ব্যবসায়ী বিশ্বজিৎ পাল বলেন,"তিন চার দিন ধরে বয়লার চালু করেছে কোম্পানি । তাতেই কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে । খাবারের উপর ছাই এসে পড়ছে । কোনও খাবার খেতে পারছে না কেউ । সকালের দিকে পুরো কালো ধোঁয়ায় ভরে যায় । গায়ে কালো আস্তরণ পরে যাচ্ছে । সকলকে জানিয়ে কিছু হয়নি তাই অবরোধ করছি ।

আরও পড়ুন : আতঙ্কের হরিশপুর ! পরিত্যক্ত খনির চাণক থেকে বেরচ্ছে বিষাক্ত ধোঁয়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.