ETV Bharat / state

Diarrhea outbreak: তীব্র দাবদাহের মধ্যে ডায়রিয়ার প্রকোপ পাণ্ডুয়ায়, মৃত 1

author img

By

Published : Apr 17, 2023, 11:06 PM IST

Etv Bharat
ডায়রিয়ার প্রকোপ পাণ্ডুয়ায়

তীব্র গরমের মধ্যেই ডায়রিয়ার প্রকোপ ছড়িয়েছে পাণ্ডুয়ার জায়ের দ্বারবাসিনী গ্রামে ৷ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়ছে 75 বছরের এক বৃদ্ধার ৷ আরও বেশ কয়েকটি পরিবারের সদস্য আক্রান্ত হয়েছেন এই সংক্রমণে ৷

পাণ্ডুয়া, 17 এপ্রিল: গরমে নাভিশ্বাস উঠেছে মানুষের । চলছে তাপপ্রবাহের পরিস্থিতি ৷ এর উপর গরমে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে । এ যেন মরার উপর খাঁড়ার ঘা ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই স্বাস্থ্য দফতর সাধারণ মানুষের জন্য সতর্কতা জারি করেছে । পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতন করছেন । এরমধ্যে রবিবার থেকে পাণ্ডুয়ার জায়ের দ্বারবাসিনী গ্রাম পঞ্চায়েতের কামতাই গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার । মৃতের নাম সরস্বতী বাউল দাস (75)।

ওই গ্রামেরই আরও কয়েকটি পরিবারের পুরুষ ও মহিলা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন । ইতিমধ্যেই পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য দফতরের একটি মেডিক্যাল টিম ওই গ্রামটি পরিদর্শন করে । এই ঘটনায় খবর পেয়ে সোমবার গ্রামে যান পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, কর্মাধ্যক্ষ অসিত চট্টোপাধ্যায় ও সঞ্জীব ঘোষ । তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন । যাতে ডায়রিয়া না ছড়ায় তার জন্য সকলকে সাবধানে থাকার পারামর্শ দেওয়া হয়েছে । আশপাশের পুকুর বা কোনও খাবার থেকে এই সংক্রমণ হচ্ছে কিনা তা নিয়ে সতর্ক করেন ডায়রিয়া আক্রান্ত পরিবারগুলিকে । পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ মঞ্জুর আলম জানান, কী থেকে ডায়রিয়া ছড়াল তা এখনও স্পষ্ট নয় । স্বাস্থ্য দফতরের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে । আক্রান্তের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে মঙ্গলবার নমুনা সংগ্রহ করা হবে ।

আরও পড়ুন: হিট স্ট্রোক এড়াতে চিড়িয়াখানায় পশুপাখিদের স্নানের বিশেষ ব্যবস্থা, ডায়েটে রসালো ফল

পাণ্ডুয়ার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অসিত চট্টোপাধ্যায় বলেন, "কামতাই গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন । রবিবার এক বৃদ্ধার মৃত্যু হয়েছে । আজ তার পরিবারের সঙ্গে দেখা করি । সেইসঙ্গে অন্যান্য আক্রান্ত পরিবার গুলির সঙ্গেও দেখা করি । পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতর থেকে সব রকমের সহযোগিতা করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.