ETV Bharat / state

Covid Vaccination : চন্দননগরে বিধায়কের উদ্যোগে টিকাকরণ শুরু পুজোর উদ্যোক্তাদের

author img

By

Published : Aug 4, 2021, 5:59 PM IST

MLA Indranil Sen arranged Covid Vaccination for members of local puja committee
Covid Vaccination : চন্দননগরে বিধায়কের উদ্যোগে টিকাকরণ শুরু পুজোর উদ্যোক্তাদের

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সঙ্গে যুক্ত সকলের টিকাকরণ শুরু করা হল ৷ স্থানীয় বিধায়ক ইন্দ্রনীল সেনের উদ্যোগেই এই আয়োজন করা হয়েছে ৷ তিন দিনে প্রায় 1700 মানুষকে টিকা দেওয়া হবে ৷ প্রথম দিনে (বুধবার) টিকা পেলেন 500-রও বেশি মানুষ ৷

চন্দননগর, 4 অগস্ট : বিধায়কের উদ্যোগে শুরু হল করোনার টিকাকরণ ৷ স্থানীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যদের টিকাকরণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন হুগলির চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন (Indranil Sen) ৷ পুজোর গোটা প্রক্রিয়া যাতে সুষ্ঠভাবে সম্পন্ন করা যায়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷

আরও পড়ুন : Covid Vaccination : হাসপাতালের সামনে রাত জেগে হত্যে দিয়েও অমিল করোনার টিকা

আজ (বুধবার) চন্দননগর রবীন্দ্র ভবনে ইন্দ্রনীল সেনের উপস্থিতিতেই 500-রও বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয় ৷ স্থির করা হয়েছে, এই কর্মসূচির আওতায় চন্দননগর বিধানসভা এলাকার 166 টি ক্লাবের সদস্যদের করোনার টিকা দেওয়া হবে ৷ প্রাথমিকভাবে 500 জনের টিকাকরণ করা হলেও তিন দিনে ধাপে ধাপে প্রায় 1700 মানুষকে এই টিকা দেওয়া হবে ৷

বিধায়কের এই উদ্যোগে খুশি পুজোর উদ্যোক্তারা ৷ তাঁরা জানিয়েছেন, কেন্দ্রীয় পুজো কমিটি তরফ থেকেই টিকাকরণের জন্য আবেদন জানানো হয়েছিল ৷ যাতে জগদ্ধাত্রী পুজোর সময় অতিমারি আরও ভয়াবহ আকার না নেয় ৷ এই প্রেক্ষিতে এদিন থেকে করোনার টিকাকরণ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে পুজো উদ্যোক্তাদের মধ্যে ৷ কারণ, সেক্ষেত্রে পুজোর আগেই সকলের টিকার ডাবল ডোজ নেওয়া হয়ে যাবে ৷

প্রসঙ্গত, কলকাতার দুর্গা পুজোর মতোই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোও বিশ্ববিখ্যাত ৷ প্রতি বছর বহু মানুষ এই পুজো দেখতে চন্দননগরে পৌঁছে যান ৷ তাঁদের মধ্যে অনেকে ভিন রাজ্য এমনকী বিদেশ থেকেও আসেন ৷ তবে করোনা আবহে একেবারেই বদলে গিয়েছে ছবিটা ৷ লকডাউন শিথিল হওয়ার পর থেকে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে গোটা বাংলা ৷ এর আগে বিধিনিষেধের ঘেরাটোপে থেকেই দুর্গা পুজো করা হয়েছে ৷ তাতে উৎসবের উচ্ছ্বাস কিছুটা ম্লান হলেও নিয়ম রক্ষা করা গিয়েছে ৷

আরও পড়ুন : Covid Vaccination : করোনাবিধি শিকেয় তুলে রাতভর লাইন, বারাসতে টিকাকরণের করুণ ছবি

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর উদ্যাক্তারা চান, দুর্গা পুজোর মতোই যাবতীয় বিধিনিষেধ মেনে হলেও উৎসবে ফিরুক গোটা শহর ৷ সেই প্রচেষ্টা সফল করতেই পুজোর সঙ্গে যুক্ত সকলকে যাতে অবিলম্বে টিকা দেওয়া হয়, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আর সেই মোতাবেকই এদিন থেকে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর উদ্যোক্তা, পুজো কমিটির সদস্যদের টিকাকরণ শুরু করা হল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.