Mamata Banerjee Biggest Left Wing Leader: মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় বামপন্থী, দাবি ঋতব্রতর

author img

By

Published : Nov 28, 2021, 7:48 PM IST

Mamata Banerjee biggest left wing leader claims Ritabrata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায়কেই বামপন্থী আদর্শের ধারক বাহক বলে দাবি করে আসছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee on Mamata Banerjee) । আরও একবার ফের জানিয়ে দিলেন, মমতাই (Mamata Banerjee Biggest Left Wing Leader) সবচেয়ে বড় বামপন্থী ।

চুঁচুড়া, 28 নভেম্বর: বামপন্থার সঙ্গে আড়ি হয়ে গিয়েছে আগেই । কিন্তু তৃণমূলে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বামপন্থী আদর্শের ধারক ও বাহক বলে দাবি করে আসছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee on Mamata Banerjee) । মমতাই (Mamata Banerjee Biggest Left Wing Leader) সবচেয়ে বড় বামপন্থী বলে রবিবার ফের একবার জানান তিনি ।

এদিন চুঁচুড়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন ঋতব্রত । ত্রিপুরার পৌর নির্বাচনে সিপিএম-এর ভোট জোড়াফুলে চলে যাওয়া নিয়ে তাঁকে প্রশ্ন করা হয় । জবাবে ঋতব্রত বলেন, ‘‘সে তো বাংলার বিধানসভা নির্বাচনেও হয়েছে ৷ বিজেপি-কে রুখতে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন ৷’’

আরও পড়ুন: Suvendu blames Mamata-Firhad : নদিয়ার দুর্ঘটনায় মমতা-ফিরহাদকে দায়ী করে আক্রমণ শুভেন্দুর

বামশিবির থেকে তৃণমূলে যোগ দেওয়ার প্রবণতা যেভাবে বাড়ছে, তা নিয়ে মতামত জানতে চাওয়া হলে ঋতব্রত বলেন, ‘‘বামপন্থা তো আর কোনও রবার স্ট্যাম্প নয় ! এটা একটা মতবাদ ৷ বাংলার মানুষ মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই সবচেয়ে বড় বামপন্থী ৷ তাই তাঁকেই সমর্থন করছেন ৷’’

মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় বামপন্থী

মমতা এবং বামপন্থাকে পরস্পরের সমার্থক হিসেবে তুলে ধরার এমন প্রচেষ্টা যদিও ঋতব্রতর তরফে এই প্রথম নয় ৷ এর আগেও একাধিকবার মমতাকে ‘প্রকৃত বামপন্থী’ আখ্যা দিয়েছিলেন তিনি ৷ চলতি বছর বিধানসভা নির্বাচনের পর হুগলির আরামবাগে তাঁর ঘোষণা ছিল, ‘‘লালঝান্ডা বাঁচাতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে ৷’’

আরও পড়ুন: KMC Election 2021 : তিরিশে মনোনয়ন পেশ, রবিতে আংশিক প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা বিজেপির

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্নেহধন্য ঋতব্রতই একসময় মমতার ঘোর বিরোধী ছিলেন ৷ কিন্তু সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পর ধীরে ধীরে তৃণমূল নেত্রীর আস্থাভাজন হয়ে ওঠেন তিনি ৷ 2014 সালে তাঁকে রাজ্যসভার সাংসদও করে তৃণমূল ৷ আর সেই থেকেই রাজ্যের বামপন্থী নেতাদের আক্রমণের পাশাপাশি, মমতাকে প্রকৃত বামপন্থী (Real Left Wing Leader) বলে দাবি করে চলেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.