ETV Bharat / state

Fake Doctor Arrest : ত্রিবেণীতে গ্রেফতার ভুয়ো দন্ত চিকিৎসক

author img

By

Published : Oct 22, 2021, 2:12 PM IST

Fake Dentist Arrest from Tribeni Hooghly
ত্রিবেণীতে গ্রেফতার ভুয়ো ডেনটিস্ট

পুলিশের জালে ভুয়ো ডেনটিস্ট ৷ হুগলির ত্রিবেণী থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ ত্রিবেণীর স্টেশন রোডে চেম্বর খুলে বসেছিল ভুয়ো চিকিৎসক প্রভাস চন্দ্র সাধু ৷

ত্রিবেণী (হুগলি), 22 অক্টোবর : হুগলির ত্রিবণী থেকে এক ভুয়ো দাঁতের চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ ৷ ত্রিবেণী স্টেশন রোডে চেম্বার খুলে বসেছিল প্রভাস চন্দ্র সাধু নামে ওই প্রতারক ৷ স্থানীয়রাই ওই ভুয়ো ডেনটিস্টের বিরুদ্ধে হুগলির ডেপুটি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে মগরা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ৷ গ্রেফতারের আগে প্রভাস চন্দ্র সাধু তার ডাক্তারি পাশের সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন নম্বর কিছুই পুলিশকে দেখাতে পারেনি ৷

প্রসঙ্গত, স্থানীয়দের থেকে অভিযোগ পেয়ে পুলিশ প্রভাস চন্দ্র সাধু সম্পর্কে তদন্ত শুরু করে ৷ সেই তদন্তে পুলিশ জানতে পারে, প্রভাস কোনও ডেনটিস্ট নয় ৷ সে কোনও মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশই করেনি ৷ এর পরেই আজ ত্রিবেণী স্টেশন রোডে তার চেম্বারে হানা দেয় পুলিশ ৷ তার থেকে রেজিস্ট্রেশন নম্বর এবং সার্কিফিকেট চাওয়া হয় ৷ কিন্তু, সেগুলির কোনওটাই পুলিশকে দেখাতে পারেনি সে ৷

আরও পড়ুন : Child Murder: বাঁকুড়ায় শিশুকন্যা খুনে অভিযুক্ত বাবার 14 দিনের জেল হেফাজত

গ্রেফতারের পর প্রভাস সাধুকে আজই তাকে চুঁচুড়া আদালতে তোলা হয় ৷ সেখানে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ যদিও, প্রভাসের দাবি তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে ৷ কিন্তু, চক্রান্ত হলে তার কাছে রেজিস্ট্রেশন নম্বর এবং ডাক্তারি পাশের সার্টিফিকেট কেন নেই সেই প্রশ্নের কোনও জবাব সে দিতে পারেনি ৷

আরও পড়ুন : Fake Journalist : ভুয়ো প্রেস স্টিকার লাগানো গাড়ি নিয়ে সীমান্তে দাপাদাপি, স্থানীয়দের তৎপরতায় শ্রীঘরে যুবক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.