ETV Bharat / state

Fake Journalist : ভুয়ো প্রেস স্টিকার লাগানো গাড়ি নিয়ে সীমান্তে দাপাদাপি, স্থানীয়দের তৎপরতায় শ্রীঘরে যুবক

author img

By

Published : Oct 22, 2021, 8:07 AM IST

Fake Press Sticker Attached Car
Fake Press Sticker Attached Car

বেশ কয়েকমাস ধরেই ভুয়ো প্রেস স্টিকার লাগানো গাড়ি চেপে সীমান্ত এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল স্বরূপনগরের বাসিন্দা বছর একুশের যুবক জাহিদ খান ৷ স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় পুলিশে অভিযোগ জানান তাঁরা ৷ তারপরেই স্বরূপনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে ৷

বসিরহাট, 22 অক্টোবর : ভুয়ো প্রেস স্টিকার লাগানো গাড়ি-সহ এক যুবককে গ্রেফতার করল স্বরূপনগর থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম জাহিদ খান । স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে পাকড়াও করা হয় ভুয়ো এই সাংবাদিককে ।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রেস স্টিকার লাগানো গাড়িতে করে সীমান্ত এলাকায় দাপিয়ে বেড়াত বছর 21-এর জাহিদ । কারণে অকারণে মানুষকে ভয় দেখানো থেকে শুরু করে মারধর করতেও পিছপা হত না সে । তার চালচলন ও কাজকর্ম দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় বিষয়টি জানানো হয় পুলিশকে । অভিযোগ পেয়েই ভুয়ো সাংবাদিককে ধরতে তৎপর হয় স্বরূপনগর থানার পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, জাহিদের আদি বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায় । বছর তিনেক আগে থেকে স্বরূপনগরে মামারবাড়িতে থাকতে শুরু করে সে । সাংবাদিক পরিচয় দিয়ে সবাইকে চমকে বেড়ালেও আদতে এক ঠিকাদারি সংস্থার হয়ে কাজ করত জাহিদ । এরপর করোনা আবহে প্রথম লকডাউনের সময় সেই কাজ ছেড়ে উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে স্বরূপনগরে চলে আসে সে । এরপর একটি চার চাকা গাড়ি কিনে তাতে প্রেস স্টিকার লাগিয়ে স্বরূপনগরের সীমান্ত এলাকায় ঘুরে নানা কার্যকলাপ চালাত জাহিদ ।

আরও পড়ুন : Minor Raped : ধর্ষণের জেরে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার মৃত বাবার 'বন্ধু'

তার কার্যকলাপে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা । সাংবাদিক পরিচয় দিলেও জাহিদের ব্যবহার এবং চালচলনে সন্দেহ হওয়ায় পুলিশের দ্বারস্থ হন এলাকার লোকজন । এরপরই বৃহস্পতিবার পুলিশের নজরে পড়ে সে । ভুয়ো প্রেস স্টিকার লাগানো গাড়ি-সহ তাকে আটক করে নিয়ে যাওয়া হয় স্বরূপনগর থানায় । সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে কোনও সদুত্তর দিতে না পারায় পুলিশ গ্রেফতার করে জাহিদকে ।

এদেশে বসবাস করার কোনও বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে কিনা তাও ধৃত জাহিদকে জেরা করে জানার চেষ্টা করছে স্বরূপনগর থানার পুলিশ । প্রয়োজনে এই বিষয়ে তার মামারবাড়ির লোকজনের সঙ্গেও যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ অফিসাররা ।

আরও পড়ুন : Gang Rape : মদ খাইয়ে যুবতীকে গণধর্ষণের অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.