ETV Bharat / state

Uttarakhand Landslide: ধসের জেরে নৈনিতালে আটকে হুগলির 13 পর্যটক

author img

By

Published : Oct 20, 2021, 8:11 PM IST

Updated : Oct 20, 2021, 8:54 PM IST

নৈনিতাল ঘুরতে গিয়ে ধস এবং বন্যায় আটকে পড়েছেন বাংলার 13 জন পর্যটক ৷ তাঁদের মধ্যে হুগলির উত্তরপাড়ার একই পরিবারে 6 জন রয়েছেন ৷ বাকিরা চুঁচুড়ার শ্যামবাবুরঘাট ও গোরস্থান এলাকার বাসিন্দা ৷

13 Tourist form Hooghly were trapped in Nainital due to the Landslide
ধ্বসের জেরে নৈনিতালে আটকে হুগলি 13 জন

হুগলি, 20 অক্টোবর : নৈনিতাল ঘুরতে গিয়ে আটকে পড়েছেন চুঁচুড়া ও উত্তরপাড়ার বেশ কয়েকজন ৷ চুঁচুড়া শ্যামবাবুরঘাট ও গোরস্থান এলাকার 7 জন দুর্যোগ আর ধসে আটকে পড়েছেন ৷ এছাড়াও উত্তরপাড়ার মাখলার ঘোষ পরিবারও একইভাবে আটকে রয়েছেন ধসের কারণে ৷ নৈনিতাল যাওয়ার পথে আলমোরা জেলার বিনসারে আটকে পড়েন একই পরিবারের 6 জন ৷ একটি লজে থাকার ব্যবস্থা হলেও তাঁরা নীচে নামতে পারছেন না ৷ জেলা প্রশাসন তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছে ৷ তবে, কোনও গাড়ি তাঁদের নামিয়ে আনতে রাজি হচ্ছে না ৷ উত্তরাখণ্ডের যোগাযোগ স্বাভাবিক হতে বেশ কিছুদিন লাগবে বলে অনুমান তাঁদের ৷

গত 15 অক্টোবর লালকোঁয়া এক্সপ্রেসে হাওড়া থেকে উত্তরাখণ্ড যান উত্তরপাড়ার মাখলার পরিবারের সদস্যরা ৷ 16 অক্টোবর তাঁরা নৈনিতাল পৌঁছান ৷ সেখানে দু’দিন কাটিয়ে, তাঁদের 18 অক্টোবর কৌশানী যাওয়ার কথা ছিল ৷ নৈনিতাল থেকে কৌশানী যাওয়ার পথে ভওয়ালি নামে একটি জায়গায় আটকে পড়েছেন তাঁরা ৷ তিনদিন ধরে একটি গেস্ট হাউসে আটকে রয়েছেন ৷ এখনও খাবারের সমস্যা না হলেও, বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন তাঁরা ৷ এমনকি নৈনিতাল থেকে 11 কিলোমিটার দূরে এমন একটা জায়গায় আটকে রয়েছেন তাঁরা, যেখান থেকে কোনওদিকে যাওয়ার উপায় নেই উত্তরপাড়ার ঘোষ পরিবারের সদস্যদের ৷

আরও পড়ুন : Uttarakhand Avalanche: হর্ষিল-চিতকুলে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ কলকাতার 7 জন সহ 11 ট্রেকার

অন্যদিকে, পাহাড়ি নালার জল হু হু করে রাস্তায় নামতে শুরু করেছে ৷ বিপর্যয় মোকাবিলা বাহিনী সেখানে উপস্থিত থাকলেও, কাজ করতে পারছে না তাঁরা ৷ ভওয়ালির কাছে প্রায় 500 গাড়ি আটকে আছে ৷ খাবারের ট্রাক রাস্তায় আটকে যাওয়ায় রসদে সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ ফলে উত্তরাখণ্ডের এই প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া পর্যটকরা দুশ্চিন্তায় রয়েছেন ৷ এমনকি নৈনিতালের বিখ্যাত জিম করবেট ন্যাশনাল পার্ক জলে ডুবে গিয়েছে ৷

ধসের জেরে নৈনিতালে আটকে হুগলির 13 জন

আরও পড়ুন : Rain In Darjeeling : তিস্তার জলে ডুবল জাতীয় সড়ক, আলগাড়ায় মৃত 1 ; বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়

চুঁচুড়ার পর্যটকদের পরিবারের আত্মীয় বাসুদেব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার স্ত্রী, মেয়ে, জামাই, জামাইয়ের মা এবং তাঁর অফিসের 3 সহকর্মী বেড়াতে যান ৷ যা পরিস্থিতি দু-একদিনের মধ্যে তাঁদের উদ্ধার পাওয়ার উপায় নেই ৷ যদি না হেলিকপ্টারে তাঁদের উদ্ধার করা হয় ৷ নেটওয়ার্ক দুর্বল থাকায় ফোনে যোগাযোগ করতে পারছি না, তাই দুঃশ্চিন্তায় রয়েছি ৷"

গেস্ট হাউসে আটকে থাকা মমি ঘোষ ফোনে বলেন, ‘‘এই মুহূর্তে বৃষ্টি কমেছে ৷ তবে, রাস্তায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছি ৷ এক ঘণ্টার জন্য বিদ্যুৎ এলেও তা পর্যাপ্ত নয় ৷ আপাতত খাবার ও জল পাওয়া গিয়েছে ৷ পরে কী হবে সেটা ভেবে দুঃশ্চিন্তায় আছি ৷ এমনিতেই দু’দিন আটকে রয়েছি ৷ এর পর ক’দিন এখানে কাটাতে হবে বুঝতে পারছি না ৷’’

Last Updated : Oct 20, 2021, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.