Uttarakhand Avalanche: হর্ষিল-চিতকুলে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ কলকাতার 7 জন সহ 11 ট্রেকার

author img

By

Published : Oct 20, 2021, 3:17 PM IST

11-people-including-8-trekkers-of-delhi-kolkata-missing-on-lakhma-pass-of-harshil-chitkul

হর্ষিল-চিতকুলের লখমা পাসে ট্রেকিংয়ে গিয়ে নিঁখোজ দিল্লি ও কলকাতার 8 জন ৷ তাঁদের সঙ্গে উত্তরকাশীর 3 বাসিন্দাও ছিলেন ৷ মঙ্গলবার থেকে লাগাতার তুষারপাতের জেরে নিঁখোজ হয়ে গিয়েছেন তাঁরা ৷

উত্তরকাশী (উত্তরাখণ্ড), 20 অক্টোবর : 14 অক্টোবর হর্ষিল-চিতকুল (হিমাচল প্রদেশ)-এর লখমা পাসে ট্রেকিংয়ে গিয়ে নিঁখোজ কলকাতার 7 জন ৷ এছাড়াও দিল্লির 1 বাসিন্দাও রয়েছেন ৷ তাঁদের সঙ্গে উত্তরকাশীর আরও 3 জন বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে ৷ প্রবল তুষারপাতের জেরে তাঁরা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন ৷ বলা হচ্ছে যে, তাঁদের সঙ্গে থাকা 6 জন গাইড মঙ্গলবার ছিটকুলের দিকে আইটিবিপি ক্যাম্পে পৌঁছেছেন ৷ ওই 11 জন ট্রেকারের নিখোঁজ হওয়ার খবর স্থানীয় ট্রেকিং সংস্থা জেলা প্রশাসনকে জানিয়েছে ৷

ওই 11 জনের খোঁজে এবং তাঁদের উদ্ধারের জন্য একটি হেলিকপ্টার সহ এসডিআরএফ’র সদস্যরা বুধবার সকালে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন ৷ উত্তরকাশীর বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক জয় পানওয়ার জানান, স্থানীয় ট্রেকিং এজেন্সি জানিয়েছে যে গত 14 অক্টোবর দিল্লি এবং কলকাতার 8 জন ট্রেকারকে সঙ্গে নিয়ে 17 জনের একটি দল হর্ষিল-চিতকুলের লখমা পাসের উদ্দেশে রওনা দিয়েছিলেন ৷

আরও পড়ুন : Uttarakhand Rain : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 45, আজ পরিদর্শনে যাচ্ছেন অমিত শাহ

তিনি আরও জানান, ওই দলটি লখমা পাসে পৌঁছানোর পর ট্রেকিং দলের 6 জন গাইড মঙ্গলবার হিমাচল প্রদেশের আইটিবিপি ক্যাম্পে পৌঁছে গিয়েছেন ৷ কিন্তু, প্রবল তু্​ষারপাতের জেরে ওই 11 জন নিখোঁজ হয়ে যান ৷ চিতকুলের কাছাকাছি পৌঁছে যাওয়া গাইডদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই ট্রেকিংয়ে অংশ নেওয়া দু’জন ট্রেকার আহত হয়েছেন ৷ বুধবার স্থানীয় ট্রেকিং সংস্থার তরফে জেলার বিপর্যয় মোকাবিলা দফতরে এই খবর জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Uttarakhand floods : উত্তরাখণ্ডে বাড়ছে মৃত্যু, মোদির সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

নিখোঁজ ব্যক্তিদের পরিচয় জানা গিয়েছে-

  • অনীতা রাওয়াত, বয়স 38 বছর ৷ দিল্লির বাসিন্দা
  • মিথুন দারি, বয়স 31 বছর ৷ পশ্চিমবঙ্গের বাসিন্দা (কোন জেলার এখনও জানা যায়নি)
  • তন্ময় তিওয়ারি, বয়স 30 বছর ৷ কলকাতার বাসিন্দা
  • বিকাশ, বয়স 30 বছর ৷ কলকাতার বাসিন্দা
  • সৌরভ ঘোষ, বয়স 34 বছর ৷ কলকাতার বাসিন্দা
  • বিধান দাস, বয়স 28 বছর ৷ কলকাতার বাসিন্দা
  • রিচার্ড মণ্ডল, বয়স 30 বছর ৷ কলকাতার বাসিন্দা
  • সুখেন মাঝি, বয়স 43 বছর ৷ কলকাতার বাসিন্দা
  • দেবেন্দ্র, বয়স 37 বছর ৷ পুরোলা, উত্তরকাশী
  • জ্ঞানচন্দ, বয়স 33 বছর ৷ পুরোলা, উত্তরকাশী
  • উপেন্দ্র, হয়স 32 বছর ৷ পুরোলা, উত্তরকাশী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.