ETV Bharat / state

New Year Security in Siliguri: বর্ষবরণ উপলক্ষ্যে কড়া নিরাপত্তা উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়িতে

author img

By

Published : Dec 31, 2022, 10:22 PM IST

বর্ষবরণে কড়া নিরাপত্তা শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় ৷ সীমান্তবর্তী এলাকা হওয়ায়, শিলিগুড়ির প্রতিটি রাস্তায় নাকা তল্লাশি চলছে (Tight Security in Siliguri Gateway of North-East India Due to New Year) ৷

Tight Security in Siliguri ETV BHARAT
বর্ষবরণ উপলক্ষ্যে কড়া নিরাপত্তা শিলিগুড়ি

শিলিগুড়ি, 31 ডিসেম্বর: বর্ষবরণে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর শিলিগুড়িকে ৷ উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার এই শহর ৷ রয়েছে ইন্দো-বাংলাদেশ, ইন্দো-নেপালের মতো আন্তর্জাতিক সীমান্ত ৷ শিলিগুড়ি সংলগ্ন ইন্দো-ভুটান সীমান্তও রয়েছে ৷ এছাড়াও বাংলা-বিহার, বাংলা-সিকিম, বাংলা-অসম আন্তঃরাজ্য সীমানা ৷ তাই বর্ষবরণের রাতে কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শিলিগুড়িকে (Tight Security in Siliguri Gateway of North-East India Due to New Year) ৷

বরাবরই দুষ্কৃতীদের সফট টার্গেট শিলিগুড়ি ৷ অনায়াসে এই শহরে বা এই শহর থেকে অন্যত্র পাড়ি দেওয়া যায় ৷ যে কারণে সবসময়ই পুলিশ ও প্রশাসনকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় ৷ আর ইংরেজি বর্ষবরণকে ঘিরে শহরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা বা অপরাধ সংগঠিত না-হয়, তার জন্য অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ও দার্জিলিং জেলা পুলিশ ৷

দার্জিলিংয়ের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর বলেন, ‘‘ইন্দো-নেপাল ও ইন্দো-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় বিশেষ নজর রাখতে বলা হয়েছে ৷ জাতীয় সড়ক ও রাজ্য সড়কে নাকাতল্লাশি রাখা হয়েছে ৷’’ শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, ‘‘বর্ষবরণ তো বটেই, কয়েক দিন আগে থেকেই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে শহরে ৷ শপিং মল, মার্কেট ও শহরের রাজপথে 24 ঘণ্টা পুলিশ মোতায়েন করা রয়েছে এবং নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত তা থাকবে ৷ পিকনিক স্পটগুলিতে বিশেষ নজর রাখা হয়েছে ৷ সড়ক দুর্ঘটনা রুখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা অবলম্বন করা হয়েছে ৷ প্রত্যেক থানাকে সতর্ক করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই ৷’’

শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) অভিষেক গুপ্তা বলেন, ‘‘শহরের ট্রানজিট পয়েন্টে বিশেষ নজরদারি রাখা হবে ৷ মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা অবলম্বন করা হয়েছে ৷ শহরের মূল রাস্তা, শপিং মল ও পিকনক স্পটগুলিতে যাতে যানজটের সৃষ্টি না হয়, সেজন্য অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে ৷’’

আরও পড়ুন: বর্ষবরণের রাতে অনভিপ্রেত উৎপাত এড়াতে তৎপর কলকাতা পুলিশ

শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ও দার্জিলিং জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ি, ফাঁসিদেওয়া, নকশালবাড়ির পানিট্যাঙ্কির বাংলাদেশ ও নেপাল সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে বিএসএফ ও এসএসবি নববর্ষ উপলক্ষ্যে নজরদারি করছে পুলিশ ৷ তবে, ওই এলাকায় শিলিগুড়ি ঢোকার মুখে বাগডোগরা, ঘোষপুকুর, ফুলবাড়ি, আমবাড়ি, শালবাড়ি, সুকনায় নাকাতল্লাশি চলছে ৷ পুরো শহরে মোতায়েন থাকবে প্রায় 1100 পুলিশ কর্মী ৷ গজলডোবা, বৈকুণ্ঠপুর ফরেস্ট-সহ অন্যান্য পিকনিক স্পটগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

বর্ষবরণের রাতে শিলিগুড়ির হিলকার্ট রোড ও সেভক রোডে পুলিশ মোতায়েন থাকবে ৷ মহিলাদের নিরাপত্তা স্বার্থে 50-70 জন মহিলা পুলিশের উইনার্স টিম শহরে ঘুরবে ৷ থাকছে চারটি কুইক রেসপন্স টিম, 25টি টহলদারি ভ্যান। শপিং মল, বার ও বিভিন্ন রেস্টুরেন্টে সাদা পোশাকের পুলিশ নজরদারি চালাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.