ETV Bharat / state

'তৃণমূল বিধায়কদের বাড়িতে নগদ না রাখার নির্দেশ ‘ভাইপো’র পিএের,' দাবি শুভেন্দুর

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 5:54 PM IST

Suvendu Adhikari Attackes Abhishek Banerjee: ঝাড়খণ্ড থেকে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ প্রসাদ সাহুর বাংলো থেকে থেকে নগদ উদ্ধারের পর, সকলকে সতর্ক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ! এমনই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী ৷

ETV BHARAT
ETV BHARAT

কালো টাকা ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা শুভেন্দু অধিকারীর

শিলিগুড়ি, 12 ডিসেম্বর: কংগ্রেসের রাজ্যসভার সাংসদের বাংলো থেকে সাড়ে তিনশো কোটির বেশি নগদ বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর ৷ অভিযান এখনও জারি ৷ এর প্রভাব নাকি ইতিমধ্যে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গেও পড়েছে ৷ এমনটাই দাবি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ তিনি অভিযোগ করলেন, তৃণমূলের বিধায়কদের ফোন করে বাড়িতে মোটা অংকের নগদ না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ আর সেটা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক ৷

মঙ্গলবার শিলিগুড়িতে বিজেপির তরফে একটি বাণিজ্য বৈঠকে আয়োজন করা হয়েছে ৷ সেখানে অংশ নিতে উত্তরবঙ্গে গিয়েছেন শুভেন্দু ৷ তার আগে বিরোধী দলনেতা বলেন, ‘‘...ওদের সব ঘেঁটে যাওয়ার পর এখন আর কিছু করার নেই ৷ এমন সব দুর্নীতি সামনে আসার পর লোকসভা ভোটে ওরা আর মানুষের সমর্থন পাবে না ৷’’ মূলত, কংগ্রেস সাংসদ ধীরজ প্রসাদ সাহুর গোপন ডেরা থেকে প্রায় সাড়ে তিনশো কোটির বেশি নগদ এবং 21টি গাড়ি উদ্ধারের ঘটনা নিয়েই এই মন্তব্য করেন শুভেন্দু ৷ আর সেই সূত্রে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন বিরোধী দলনেতা ৷

তিনি বলেন, ‘‘ঝাড়খণ্ডের সাংসদের কালো টাকা বেরনোর পর, এখন তৃণমূলের বিধায়কদের কাছে ফোন আসছে ৷ কয়লা 'ভাইপো'র পিএ সব তৃণমূল বিধায়কদের ফোন করে বলছে বাড়িতে টাকা রাখতে না ৷ আমার কাছে কয়েকজনের ফোন এসেছিল ৷’’ শুভেন্দুর দাবি, তৃণমূলে এখনও হাতেগোনা কয়েকজন সৎ বিধায়ক রয়েছেন ৷ যাঁরা তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন ৷ তাঁদের কয়েকজনই বিরোধী দলনেতাকে ফোনে এই খবর দিয়েছেন ৷

সেই হাতেগোনা বিধায়করা কী জবাব দিয়েছেন, তাও শুভেন্দু এ দিন জানান ৷ তিনি বলেন, ‘‘ওনার তার পালটা জবাবও দিয়েছেন ৷ বলেছেন, আপনারা নিজেদের টাকা সামলান ৷ আমরা আপনার মতো টাকা কামাতে পারিনি ৷ তাই আমাদের নিয়ে ভাবতে হবে না ৷’’ অন্যদিকে, আজই উত্তরবঙ্গ সফর শেষ করে কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সেই সফর নিয়ে শুভেন্দুর দাবি, মমতা উত্তরবঙ্গে যান দু’টি কারণে ৷ প্রথম কারণ, ঘুরতে ৷ আর দ্বিতীয় কারণ, ভোটের আগে উত্তরবঙ্গের মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ছলনা করতে ৷ তবে, বিজেপি তা কখনই হতে দেবে না বলে এ দিন হুঁশিয়ারি দেন শুভেন্দু ৷

আরও পড়ুন:

  1. রাজনীতি কম, উন্নতি বেশি করি ! প্রধানমন্ত্রীকে বলব আমাদের টাকা ফিরিয়ে দাও: মমতা
  2. মমতার দিল্লি সফরের আগে বকেয়া আদায়ে কেন্দ্রের বিরুদ্ধে নয়া স্লোগান তৃণমূলের
  3. চন্দ্রকোনা থেকে শুভেন্দুর কটাক্ষ 'ট্যাগ লাইন চোর মমতা', কুণালকে বললেন 'নর্দমার কীট'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.