ETV Bharat / state

রাজনীতি কম, উন্নতি বেশি করি ! প্রধানমন্ত্রীকে বলব আমাদের টাকা ফিরিয়ে দাও: মমতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 3:45 PM IST

Updated : Dec 12, 2023, 4:15 PM IST

Mamata Banerjee at Siliguri: শিলিগুড়িতে ফের কেন্দ্রের থেকে রাজ্যের বকেয়া টাকা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, তিনি রাজনীতি কম করেন, উন্নতি বেশি করেন ৷ আর কেন্দ্র শুধু ভোটের আগে প্রতিশ্রুতি দেয় ৷ পরে সেটা রাখে না ৷

Mamata Banerjee at Siliguri
মমতা বন্দ্যোপাধ্যায়

শিলিগুড়িতে কেন্দ্রকে তোপ মমতার

শিলিগুড়ি, 12 ডিসেম্বর: শিলিগুড়িতে গিয়ে তাঁর সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, "আমি রাজনীতি কম, উন্নতি বেশি করি ৷" একইসঙ্গে, এ দিনও রাজ্যের টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে ছাড়েননি মুখ্যমন্ত্রী ৷

শিলিগুড়ির মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে গত কয়েকদিনের মতোই ফের রাজ্যের বকেয়া পাওনা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন তিনি বলেন, "কেন্দ্র 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, সব টাকা বন্ধ করে দিয়েছে ৷ এটা ওদের পকেটের টাকা নয় ৷ আগে সেস তুলে রাজ্য নিজের টাকা নিজেই ইনকাম করত ৷ আর এখন এক দেশ এক ট্যাক্স ৷ তার ফল কী হল ! সব টাকা যাচ্ছে বিজেপি সরকারের পকেটে ৷ আমাদের যেটা প্রাপ্য সেই টাকা কেন্দ্র দিচ্ছে না ৷ কী দোষ করেছে বাংলা ৷ কী দোষ করেছেন 100 দিনের কাজের কর্মীরা ! আমাদের টাকা আমাদের দিচ্ছে না ৷ আমাদের উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে ৷ আমি দিল্লি যাচ্ছি ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব ৷ বলব আমাদের টাকা ফিরিয়ে দাও ৷"

কেন্দ্রীয় সরকার শুধু ভোটের আগেই নানা প্রতিশ্রুতি দেয় বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর ৷ আর ভোট মিটে গেলেই কেন্দ্র সেই প্রতিশ্রুতি আর রাখে না বলে তোপ দাগেন তিনি ৷ মমতার কথায়, "আবার নির্বাচন আসছে ৷ তাই ঘণ্টা বাজাচ্ছে ৷ পাঁচ কেজি চাল দেবে ৷ কতদিন দেবে ? ওরা তো লোকসভার আগে বলেছিল, সব লোকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকে যাবে ৷ আমি এটা করি না ৷ আমরা ভোটের সময় শুধু পাঁচ কেজি চাল-আটা দিই না ৷ আমরা সারা বছর দিই ৷"

মমতার দাবি, কেন্দ্রে যেখানে বেকারত্ব বেড়েছে, সেখানে বাংলার পরিস্থিতি অনেক গৌরবের ৷ তাঁর কথায়, "ওরা বলেছিল, 2 কোটি চাকরি দেবে ৷ ভারতে 40 শতাংশ কর্মসংস্থান কমেছে ৷ আর বাংলায় 40 শতাংশ কর্মসংস্থা বেড়েছে ৷ এটা আমাদের গৌরব ৷" এ প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, "আমরা রাজনীতি কম করি ৷ উন্নতি বেশি করি ৷ রাজনীতি ছিল আছে থাকবে ৷ শুধু গালাগালি নয়, শুধু কুৎসা নয়, শুধু অপপ্রচার নয় ৷ খারাপ কথা বললে মন খারাপ হয় ৷ সবাইকে তাই ইতিবাচক থাকতে বলব ৷"

আরও পড়ুন:

  1. দুর্নীতিতে জড়াচ্ছেন ভূমি দফতরের বিএলআরও-ডিএলআরওরা, সরকারি মঞ্চ থেকে অভিযোগ মমতার
  2. মমতার দিল্লি সফরের আগে বকেয়া আদায়ে কেন্দ্রের বিরুদ্ধে নয়া স্লোগান তৃণমূলের
  3. বাংলার দাবি আদায়ে দিল্লির দরবারে মুখ্যমন্ত্রী, 20 ডিসেম্বর মোদি-মমতা বৈঠক
Last Updated : Dec 12, 2023, 4:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.