ETV Bharat / state

মমতার দিল্লি সফরের আগে বকেয়া আদায়ে কেন্দ্রের বিরুদ্ধে নয়া স্লোগান তৃণমূলের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 3:39 PM IST

Mamata Banerjee and Narendra Modi
Mamata Banerjee and Narendra Modi

TMCs New Slogan against Modi Government: দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগামী 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি ৷ সেই কারণে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান তৈরি করে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস ৷ তাদের স্লোগান, ‘হকের টাকা দিন, নয়তো গদি ছাড়ুন’ ৷

কলকাতা, 12 ডিসেম্বর: কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ বকেয়া রাখার অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে তৃণমূল কংগ্রেস ৷ সেই বকেয়ার দাবিতে আগামী 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়ে সোশাল মিডিয়ায় প্রচার শুরু করেছে ঘাসফুল শিবির ৷ বকেয়ার দাবিতে রাজ্য়ের শাসক দলের নয়া স্লোগান ‘হকের টাকা দিন, নয়তো গদি ছাড়ুন’ ।

বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রোজ তিনি কোনও না কোনও কর্মসূচিতে যোগদান করছেন ৷ সেই কর্মসূচিগুলি থেকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মুখেও কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে হকের টাকা না দিতে পারলে গদি ছাড়ার দাবি শোনা গিয়েছে ৷ সেই দাবিকেই স্লোগান আকারে সামনে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস ৷

এই নিয়ে শাসক দলের সোশাল মিডিয়া সেলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, বাংলা কারও কাছ থেকে ভিক্ষা চাইছে না । বরং বাংলার মানুষের হকের টাকা চাইতেই দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

TMCs New Slogan against Modi Government
কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের নয়া স্লোগান

উল্লেখ্য, আগামী 17 ডিসেম্বর দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 18 থেকে 20, তিনদিন তিনি দিল্লিতে থাকবেন । আগামী 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক রয়েছে । সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ কয়েকজন সাংসদকে সঙ্গে করে নিয়ে যাওয়ার কথা রয়েছে । মমতা ও মোদির সেই বৈঠকের আগেই তৃণমূল কংগ্রেসের তরফে চাপ বাড়াতে নয়া কৌশল নেওয়া হয়েছে ।

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি অভিযান করেছিল তৃণমূল কংগ্রেস ৷ সেই সময়ও স্লোগান তৈরি করেছিল শাসক দল ৷ তখন স্লোগান ছিল, ‘জমিদারদের কাছে মাথা নিচু করবে না তৃণমূল কংগ্রেস’ ৷ দলনেত্রীর সেই বক্তব্যকে সামনে রেখেই নতুন স্লোগান তৈরি করেছে তৃণমূল ৷

আরও পড়ুন:

  1. বাংলার দাবি আদায়ে দিল্লির দরবারে মুখ্যমন্ত্রী, 20 ডিসেম্বর মোদি-মমতা বৈঠক
  2. 'রাজ্যের সব টাকা নিয়ে যাচ্ছে, বাংলাকে কিছু দিচ্ছে না !' জলপাইগুড়ি থেকে কেন্দ্রকে তোপ মমতার
  3. পাহাড়ের উন্নয়নে কল্পতরু মমতা, 271 কোটির 59 প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.