Left Front Release Manifesto: মহিলাদের বাড়তি গুরুত্ব দিয়ে শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে ইস্তেহার প্রকাশ বামফ্রন্টের

author img

By

Published : Jan 10, 2022, 6:40 PM IST

Left Front Release Manifesto

শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে ইস্তেহার প্রকাশ করল জেলা বামফ্রন্ট নেতৃত্ব (Left Front Release Manifesto) ৷ ইস্তেহারে মহিলাদের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।

শিলিগুড়ি, 10 জানুয়ারি: আগামী 22 জানুয়ারি শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন রয়েছে ৷ সোমবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে জেলা বামফ্রন্ট নেতৃত্ব (Left Front Release Manifesto) ৷ নির্বাচনী ইস্তেহারে মহিলাদের গুরুত্ব দিয়েছে বামেরা। এবার শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে মহিলাদের ভোট টানতে ইস্তেহারে মহিলাদের জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে বামফ্রন্ট।

দার্জিলিং জেলা বামফ্রন্ট দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে আজ সাংবাদিক বৈঠক করে এদিন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএম প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার-সহ অন্যান্যরা। করোনা আবহের কারণে এবার ডিজিটাল ইস্তেহার প্রকাশ করে বামফ্রন্ট। আর সেই ইস্তেহারে কর্মসংস্থান, সবুজ শিলিগুড়ি, রোজগার, পানীয় জল, যানজট-সহ সার্বিক সমস্যা সমাধানের আশ্বাস দিলেও মহিলাদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গৌতম দেবকে সঙ্গে নিয়ে মনোনয়ন প্রত্যাহার নির্দল নিখিলের

মূলত রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে টেক্কা দিতেই মহিলাদের স্বনির্ভরতা, নিরাপত্তা এবং জিম তৈরির মত একাধিক উদ্যোগের কথা জানানো হয়েছে। অশোক ভট্টাচার্য বলেন, "শহরে 50 শতাংশ মহিলা ভোটার রয়েছে। তাদের স্বনির্ভরতা এবং নিরাপত্তার দিকে বেশি জোর দেওয়া হয়েছে।" ইস্তেহারে মহিলাদের নার্সিং ও কম্পিউটার ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। মহিলা টোটো চালকদের জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে মাতৃসদন, মহিলাদের জন্য পাড়ায়-পাড়ায় জিম, ওয়ার্ডে-ওয়ার্ডে জনসচেতনতামূলক প্রচারের উপরও জোর দেওয়া হয়েছে ৷ শহরজুড়ে মহিলাদের জন্য শৌচালয়-সহ একাধিক উদ্যোগের বিষয়ও জানানো হয়েছে ইস্তেহারে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.