SMC Election 2022 : গৌতম দেবকে সঙ্গে নিয়ে মনোনয়ন প্রত্যাহার নির্দল নিখিলের

author img

By

Published : Jan 6, 2022, 7:09 PM IST

nikhil sahani withdraws his nomination as independent candidate for smc election 2022

তৃণমূলের অস্বস্তি কিছুটা কাটিয়ে মনোয়ন প্রত্যাহার করে নিলেন নির্দল প্রার্থী নিখিল সাহানি (Nikhil Sahani Nomination Withdraw) ৷ শিলিগুড়ির আসন্ন পৌর নির্বাচনের (SMC Election 2022) জন্য 18 নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন তুলেছিলেন নিখিল (Independent Candidate Nikhil Sahani) ৷

শিলিগুড়ি, 6 জানুয়ারি : আসন্ন শিলিগুড়ি পৌর নির্বাচনে (SMC Election 2022) তৃণমূলের মুখ গৌতম দেবকে সঙ্গে নিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন প্রাক্তন বরো চেয়ারম্যান নিখিল সাহানি (Nikhil Sahani Nomination Withdraw) ৷ উল্লেখ্য, দু’বারের কাউন্সিলর হয়েও এবারের ভোটে তাঁকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস ৷ আর সেই কারণেই শহরের 18 নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছিলেন নিখিল সাহানি (Independent Candidate Nikhil Sahani) ৷ গতবারের পৌর নির্বাচনে এই 18 নম্বর ওয়ার্ড থেকেই বিপুল ভোটে জিতেছিলেন তিনি ৷

আরও পড়ুন : SMC Election 2022 : মেলেনি টিকিট, শিলিগুড়ি পৌরভোটে নির্দল প্রার্থী তৃণমূলের 5 বিক্ষুব্ধ

প্রসঙ্গত, শিলিগুড়ি পৌর নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষিত হওয়ার পর থেকেই দলের অন্দরে ক্ষোভের কথা শোনা যাচ্ছিল ৷ পরে নিখিল ছাড়াও 1 নম্বর ওয়ার্ডের থেকে তৃণমূল নেতা মাসুম কাপুর, 24 নম্বর ওয়ার্ড থেকে দলের রাজ্য যুব সম্পাদক বিকাশ সরকার, 27 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল নেত্রী রিনা দাস ও 46 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল নেত্রী মল্লিকা দেবনাথ নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করেন ৷ এতে ভোটের আগে বেজায় অস্বস্তিতে পড়ে যায় শাসক শিবির ৷

মনোনয়ন প্রত্যাহার করে নিলেন নিখিল সাহানি ৷

আরও পড়ুন : Municipal Corporation Election 2022 : 'চেনা পিচে খেলা', পৌরভোটে প্রার্থী হওয়ার পর প্রতিক্রিয়া গৌতমের

সূত্রের খবর, এরপরই আসরে নামে দলীয় নেতৃত্ব ৷ বিক্ষুব্ধদের মনোনয়ন প্রত্যাহার করানোর জন্য চলে দফায় দফায় আবেদন, আলোচনা ৷ যদিও প্রকাশ্যে এসব কেউই এসব মানতে রাজি নন ৷ বৃহস্পতিবার নিখিল সাহানির মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে গৌতম দেব বলেন, ‘‘নিখিল প্রথম দিন থেকেই দলে আছে ৷ ওঁর বয়স বেশি নয় ৷ তাই একটু অভিমান হয়েছিল ৷ কিন্তু, ওঁকে আমরা বোঝাতে পেরেছি, এক্ষেত্রে দলের সিদ্ধান্তই শেষ কথা ৷ নিখিল আমাদের কথা বুঝেছেন ৷’’ আর নিখিলের বক্তব্য হল, কোনওদিন তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধাচরণ করার কথা ভাবেননি তিনি ৷ টিকিট না পেয়ে একটু মনোমালিন্য হয়েছিল ৷ তবে সেসব মিটে গিয়েছে বলেই দাবি নিখিলের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.