ETV Bharat / state

বহিষ্কারের দিনই মহুয়াকে কার্যত চব্বিশের প্রার্থী করার কথা ঘোষণা মমতার

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 4:33 PM IST

Updated : Dec 8, 2023, 5:42 PM IST

Mamata Banerjee on Mahua Moitra's Expulsion: লোকসভা থেকে মহুয়া মৈত্রকে বহিষ্কারের পরই কার্যত ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । একই সঙ্গে, পাহাড়ে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্য়ায় সাফ জানিয়ে দিলেন, আগামী লোকসভা ভোটে মহুয়াকেই প্রার্থী করতে চলেছে দল । এদিন কার্শিয়াং থেকে মহুয়া মৈত্রের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি মমতা এও সাফ জানিয়ে দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে আগামী দিনে লড়াই হবে 'ইন্ডিয়া' জোটকে সামনে রেখেই ।

Etv Bharat
Etv Bharat

মহুয়াকে কার্যত চব্বিশের প্রার্থী করার কথা ঘোষণা মমতার

কার্শিয়াং, 8 ডিসেম্বর: লোকসভা থেকে মহুয়া মৈত্রকে বহিষ্কারের পরই কার্যত ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । একই সঙ্গে, পাহাড়ে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্য়ায় সাফ জানিয়ে দিলেন, আগামী লোকসভা ভোটেও মহুয়াকেই প্রার্থী করতে চলেছে দল । এদিন মমতা বলেন, "ন্যায়ের নামে মহুয়ার সঙ্গে অন্য়ায় হয়েছে । আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি তাঁকে । আমি বিস্মিত, হতবাক ।"

মঙ্গলবারই মহুয়া মৈত্রের বিরুদ্ধে রিপোর্ট পেশ করে এথিক্স কমিটি । আর সেই কমিটির সুপারিশ অনুযায়ী এদিন লোকসভায় আলোচনার জন্য সময় নির্ধারণ করেন স্পিকার ওম বিড়লা । যদিও সেই বিতর্কে মহুয়াকে বলতে দেননি স্পিকার । যা নিয়ে লোকসভার অন্দরেই ক্ষোভ দেখান তৃণমূলের সাংসদরা । এমনকী লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্য়ায় অধ্যক্ষের কাছে মহুয়াকে অন্তত পাঁচ থেকে সাত মিনিট বলতে দেওয়ার অনুরোধও করেন, তারপরও অবশ্য চিঁড়ে ভেজেনি । অন্যদিকে, যেভাবে একতরফা এথিক্স কমিটির রিপোর্ট এবং কয়েকজন সাংসদের বক্তব্য শুনেই স্পিকার ধ্বনি ভোটের প্রক্রিয়া শুরু করেন, তা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিরোধী শিবিরের নেতারা । শেষে সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর প্রস্তাব মেনে ধ্বনি ভোটে মহুয়ার সাংসদ পদ খারিজ হলে, সেই বিরোধী ঐক্যের ছবিটা আরও মজবুত দেখিয়েছে এদিন ।

অন্যদিকে, এদিন লোকসভার বাইরে মহুয়াকে সামনে রেখে যেভাবে সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, টি আর বালু, কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায়, দানিশ আলিরা মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন, তাতে যে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ও উচ্ছ্বসিত তা স্পষ্ট হয়ে গিয়েছে । এদিন কার্শিয়াং থেকে মহুয়া মৈত্রের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি মমতা এও সাফ জানিয়ে দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে আগামী দিনে লড়াই হবে 'ইন্ডিয়া' জোটকে সামনে রেখেই । পাশাপাশি যেভাবে কংগ্রেস এদিন পাশে দাঁড়িয়েছে মহুয়ার, তারজন্য ধন্যবাদও জানান মমতা । এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "ভোটে হারাতে না পেরে রাজনৈতিক প্রতিহিংসা নিয়েছে মোদি সরকার । মহুয়ার পাশে দল সম্পূর্ণভাবে ছিল, আছে, থাকবে। ভোটে হারাতে না পেরে মহুয়াকে বহিষ্কার করেছে । মহুয়া আসলে প্রতিহিংসার শিকার । আমি তীব্র ভাষায় এর নিন্দা করছি ।"

এরই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমাদের দল অন্যান্য 'ইন্ডিয়া' জোটের দলগুলির সঙ্গে মিলেই এর বিরুদ্ধে লড়াই করবে। আগামী তিন চার মাস পরেই নির্বাচন । মহুয়া আবার যাবে । আমি এই সিদ্ধান্ত দেখে হতবাক । গণতন্ত্রকে হত্য়া করা হয়েছে । প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি । যাঁর বিরুদ্ধে অভিযোগ তাঁকেই বলতে দেওয়া হল না এটা দুর্ভাগ্যজনক । আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব । মানুষ এর সঠিক জবাব দেবে । মহুয়ার সঙ্গে যা হল তা গণতন্ত্রের জন্য লজ্জার । গণতন্ত্রকে যেভাবে এড়িয়ে যাওয়া হয়েছে তাতে আমি মর্মাহত ।" এদিনই মহুয়া মৈত্রকে ফের প্রার্থী করা হবে কি না, সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "প্রার্থী না হওয়ার তো কোনও কারণ দেখছি না । ওকে তো জেলা সভাপতিও করা হয়েছে । বিজেপি হারবে আমি নিশ্চিৎ ।"

আরও পড়ুন

Last Updated :Dec 8, 2023, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.