ETV Bharat / state

Panchayat Repolls 2023: বিক্ষোভের মুখে সুকান্ত, তৃণমূলের বিরুদ্ধে জুতো দেখানোর অভিযোগ

author img

By

Published : Jul 10, 2023, 9:45 PM IST

ETV Bharat
সুকান্তকে ঘিরে বিক্ষোভ

সোমবার গঙ্গারামপুরের রাঘবপুর এলাকায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা ৷ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷

গঙ্গারামপুরে তৃণমূলের বিক্ষোভের মুখে সুকান্ত

গঙ্গারামপুর, 9 জুলাই: রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে গঙ্গারামপুরের রাঘবপুর এলাকায় বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেস কর্মীরা । সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা সুকান্তকে উদ্দেশ্য করে জুতো দেখান বলেও অভিযোগ ৷ এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাঘবপুরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । গঙ্গারামপুর থেকে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ৷ সুকান্ত মজুমদার জানিয়েছেন, তিনি বিষয়টি রাজ্যপাল-সহ সর্বোচ্চ পর্যায়ে জানাবেন ৷

সুকান্ত মজুমদার বলেন, "আমি রাঘবপুর বুথে আসি এবং আমাদের বিজেপি প্রার্থীকে আটকে রাখার একটা অভিযোগ ছিল ৷ সেটা দেখতে আসার সময় তৃণমূল আশ্রিত গুন্ডারা আমার রাস্তা আটকায় এবং আমাকে বাধা দেয় । আজকেও ওরা বুথ দখলের চেষ্টা চালায় ৷ এর আগেরদিনও তৃণমূল ছাপ্পা দেওয়াতে সাধারণ মানুষ প্রতিরোধ করে ৷ আমি পরিস্থিতি দেখতে আসি ৷"

শনিবার ভোটের সময় সকাল থেকে নির্বিঘ্নেই ভোট হচ্ছিল এখানে । অভিযোগ সেই সময় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ছাপ্পা দিতে শুরু করে । পরবর্তীতে এলাকার বিজেপি কর্মী সমর্থকরা প্রতিরোধ গড়ে তোলেন ৷ ভোট কক্ষে ঢুকে তৃণমূলের লোকজনকে বাঁশ ও লাঠি দিয়ে মারধর করা হয় ৷ সেইসঙ্গে ব্যালট বক্স লুট করে স্কুলের পাশে থাকা পুকুরের জলে ফেলে দেওয়া হয় ৷

ঘটনার খবর পেয়ে এলাকায় যান গঙ্গারামপুর থানার পুলিশ-সহ ব্লকের বিডি ও। সেই কারণে সোমবার এখানে ফের ভোট হচ্ছে ৷ অভিযোগ, শনিবার ভোটের পর রাঘবপুরে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি সমর্থকদের বাড়িতে রাতভোর হামলা চালায় । সোমবার সকাল থেকে ওই বুথে পুনর্নির্বাচন হলেও ভোটাররা প্রাণ ভয়ে কেউ বুথমুখী হতে পারেননি । এই খবর পেয়ে এদিন এলাকায় পৌঁছন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি ভোটারদের আশ্বস্ত করে বুথে পৌঁছনোর ব্যাবস্থা করেন ।

এদিন এলাকায় সুকান্তর পৌঁছনোর খবর পেয়ে তৃণমূল কংগ্রেস সমর্থকরা সেখানে হাজির হয়ে সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ সাংসদ সুকান্ত মজুমদার সেখান থেকে বেরিয়ে যাবার চেষ্টা করলেও তাঁকে আটকে রাখা হয় বলে অভিযোগ । এনিয়ে যুযুধান দুই পক্ষের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় । গঙ্গারামপুর থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে সাংসদকে উদ্ধার করে নিয়ে আসে ।

আরও পড়ুন: অশোকনগরে পুনর্নির্বাচনেও দেদার ছাপ্পা ! আদালতে যাওয়ার হুঁশিয়ারি বামেদের

এই প্রসঙ্গে, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণাল সরকার জানিয়েছেন, সাংসদ কনভয় নিয়ে এলাকায় গিয়েছিলেন ৷ ভোটের সময় এলাকায় 144 ধারা জারি থাকে ৷ সাংসদ আইন ভেঙেছেন, তাঁর বিরুদ্ধে জেলা নির্বাচন দফতরের কাছে অভিযোগ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.