ETV Bharat / state

Child Rape Case : শিশুদের ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হোমের কর্ণধারের

author img

By

Published : Mar 9, 2022, 9:46 PM IST

শিশুদের ধর্ষণ মামলায় তিওড় হোমের কর্ণধারের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বালুরঘাট জেলা আদালত (Owner of children home sentenced to life imprisonment for raping child) । তিওড় এলাকায় ধীরেন মহন্ত চ্যারিটেবল সোসাইটি হোমের শিশুদের বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করত দিলীপ মহন্ত ৷ অভিযুক্ত দিলীপ মহন্ত-সহ মোট তিনজনের সাজা ঘোষণা করে আদালত ৷

Child Rape Case
Child Rape Case

বালুরঘাট, 9 মার্চ : তিওড় হোমের শিশুদের বাড়ি নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণের মামলায় হোমের কর্ণধারের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বালুরঘাট জেলা আদালত । তিওড় ধীরেন মহন্ত চ্যারিটেবল সোসাইটি হোমের শিশুদের বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করত দিলীপ মহন্ত (Owner of children home sentenced to life imprisonment for raping child) ।

দক্ষিণ দিনাজপুরের হিলি থানার তিওড়ে অবস্থিত ধীরেন মহন্ত চ্যারিটেবল সোসাইটির কর্ণধার দিলীপ মহন্ত-সহ মোট তিনজনকে গতকাল দোষী সাব্যস্ত করার পর, এদিন সাজা ঘোষণা করে আদালত । বালুরঘাট আদালতের অতিরিক্ত জেলা এবং দায়রা দ্বিতীয় কোর্টের (পক্সো স্পেশাল) বিচারক সুজাতা খারগে মুল অভিযুক্ত দিলীপ মহন্তের বিরুদ্ধে 376(2)(ডি)(আই) আইপিসি-সহ 6@10পক্সো ধারায় দোষী সাব্যস্ত করেন।

আরও পড়ুন : Madhyamik Students Injured : পথ দুর্ঘটনায় জখম হল 2 মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে বসেই দিল পরীক্ষা

একই সঙ্গে হোমের প্রাক্তন সুপার সাবিত্রী হেমব্রম এবং সহায়িকা খুশি মন্ডলকে 376(2)(ডি)(আই) আইপিসি ও 109 আইপিসি ধারায় দোষী সাব্যস্ত করা হয়, অভিযুক্তকে এই ঘৃন্য কাজে সাহায্য করার জন্য । পর্যাপ্ত সাক্ষী প্রমাণের অভাবেই দিলীপ মহন্তের দুই ড্রাইভারকে বেকুসুর খালাস ঘোষণা করে আদালত ।

আরও পড়ুন : HC on Madhyamik Exam : মাধ্যমিক পরীক্ষায় ইন্টারনেট পরিষেবা বন্ধ কেন ? রাজ্যের কাছে হলফনামা চাইল আদালত

আদালত সুত্রের খবর, 2015 সালের 3 অগষ্ট হিলি থানার তিওড়ের ধীরেন মহন্ত চ্যারিটেবিল সোসাইটির কর্ণধার দিলীপ মহন্তের বিরুদ্ধে অভিযোগ ওঠে হোমের মেয়েদের নিয়মিত যৌন হেনস্থা করার । ঘটনায় হোমের 5 নাবালিকা মেয়েরা ছাড়াও ওই হোমের সুপার ভক্তি সরকার লাহা এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন হিলি থানায় । ঘটনার তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত দিলীপ মহন্ত ছাড়াও তার দুই গাড়ি চালক ও হোমের এক প্রাক্তন সুপার খুশি মণ্ডলকে গ্রেফতারকে করে ।

পুলিশি রিমাইন্ডারের সময় আবেদনের ভিত্তিতে দিলীপ মহন্তের বাড়ি থেকে বিদেশী একাধিক নামি দামি মদের বোতল-সহ 45 রকম জিনিস বাজেয়াপ্ত করে । এছাড়াও তার ব্যবহারের কম্পিউটার, সিসিটিভি-সহ একাধিক গুরুত্বপূর্ণ জিনিস বাজেয়াপ্ত হয় । যার মাধ্যমে একাধিক সুত্র সামনে আসে পুলিশের কাছে । তারপর থেকে পুলিশি হেফাজতে ছিলেন অভিযুক্তরা ।

আরও পড়ুন :Student death : পুলিশ আবাসন থেকে ঝাঁপ প্রেসিডেন্সির ছাত্রের ! শোরগোল সল্টলেকে

করোনার কারণে বিচার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হলেও, এদিন তিন জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক । এই ঘটনায় দীর্ঘদিন মামলা চলার পর আজ দোষীদের সাজা ঘোষণা করে আদালত ৷ অভিযুক্ত দিলীপ মহন্তকে আজীবন কারাদণ্ড এবং তিন লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো দু'বছর কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক । পাশাপাশি অপর 2 সাজাপ্রাপ্ত মহিলাকে 10 বছরের কারাদণ্ড ও 30 হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক ৷ এমনটাই জানিয়েছেন সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.