ETV Bharat / state

Minister Biplab Mitra Injured : তৃণমূলের যোগদান কর্মসূচির মঞ্চ ভেঙে আহত মন্ত্রী বিপ্লব মিত্র

author img

By

Published : Nov 26, 2021, 8:00 PM IST

Updated : Nov 26, 2021, 9:01 PM IST

তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচিতে (TMC Joining Program ) বিপত্তি ৷ অনুষ্ঠান মঞ্চ ভেঙে গুরুতর জখম হলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র (Biplab Mitra Injured) ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপনে ৷ ঘটনায় তৃণমূলের আরও কয়েকজন স্থানীয় নেতা মন্ত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷

minister biplab mitra injured in tmc joining program
Biplab Mitra Injured : তপনে তৃণমূলের যোগদান মঞ্চ ভেঙে আহত মন্ত্রী বিপ্লব মিত্র

তপন, 26 নভেম্বর : দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে গুরুতর জখম হলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র (Biplab Mitra Injured) ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপনে ৷ তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিন এই এলাকায় একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল ৷ সেখানে বিভিন্ন দল থেকে 12 হাজারেরও বেশি কর্মী তৃণমূল কংগ্রেসে নাম লেখান বলে দাবি দলীয় নেতৃত্বের ৷ এই খবর সংগ্রহ করতে সাংবাদিকরাও অনুষ্ঠানস্থলে ভিড় জমান ৷ যোগদান পর্ব সারার পর তাঁদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বিপ্লব ৷ সেই সময় হঠাই ভেঙে পড়ে অনুষ্ঠান মঞ্চের একাংশ ৷ আহত হন মন্ত্রী ৷ পাশাপাশি, এই ঘটনায় তৃণমূলের বেশ কয়েকজন নেতা, কর্মীও জখম হয়েছেন বলে দাবি সূত্রের ৷

আরও পড়ুন : Siliguri TMC Joining : শিলিগুড়িতে বিজেপির ভাঙন, তৃণমূলে যোগ কর্মী-সহ একাধিক নেতার

এদিকে, তৃণমূলের এই যোগদান কর্মসূচিকে খুব একটা আমল দিতে চাইছে না বিজেপি ৷ এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar on TMC Joining Programme) বলেন, যোগদান কর্মসূচি নিয়ে যে তথ্য দেওয়া হচ্ছে, তা সঠিক নয় ৷ সুকান্তর প্রশ্ন, বামপন্থী দল থেকে যদি এত পরিমাণে কর্মীরা তৃণমূলে যোগদান করেন, তাহলে একুশের বিধানসভা ভোটের সময় বামপন্থীরা এত কম ভোট পেলেন কেন ? তখনও তো তাঁরা তৃণমূলে যোগ দেননি ৷ তাহলে কি সেই সময় দলে থেকেও দলীয় প্রার্থীকে ভোট দেননি তাঁরা ?

সাংবাদিকদের সঙ্গে মন্ত্রী যখন কথা বলছিলেন, তখনই ভেঙে পড়ে মঞ্চের একাংশ ৷

আরও পড়ুন : Sabyasachi Dutta : ‘আবেগ’ ভুলে তৃণমূলে ফিরলেন সব্যসাচী

এদিনের যোগদান কর্মসূচিতে ঘটে যাওয়া অঘটন সম্পর্কেও সুকান্তর সঙ্গে কথা বলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ৷ তাঁদের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে মন্ত্রী ও অন্যদের দ্রুত আরোগ্য কামনা করেন বিজেপির রাজ্য সভাপতি ৷

Last Updated : Nov 26, 2021, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.