ETV Bharat / state

বালুরঘাটের গোপালন কলোনিতে ধস, ভেঙে পড়ল একাধিক বাড়ি

author img

By

Published : Oct 4, 2020, 10:56 AM IST

বালুরঘাটের গোপালন কলোনিতে ধস ৷ ভেঙে পড়ল একাধিক বাড়ি ৷ হতাহতের কোনও খবর নেই ৷ এলাকা পরিদর্শন করেন বালুরঘাটের সাংসদ ও মহকুমাশাসক সহ অন্যরা ।

few-houses-collapsed-at-balurghat-for-land-slide-mp-visit-area
বালুরঘাটে ধ্বসে পড়ল একাধিক বাড়ি

বালুরঘাট, 4 অক্টোবর : বালুরঘাট পৌরসভার আত্রেয়ী খাঁড়ি সংলগ্ন গোপালন কলোনি এলাকায় ধস নামল ৷ তার জেরে ভেঙে পড়ে একাধিক বাড়ি । সকালে 10 থেকে 12টি বাড়ি ও বিকেলে আরও প্রায় 30টি বাড়ি ভেঙে পড়ে । যার মধ্যে 10 থেকে 12টি বাড়ি পুরোপুরি ভেঙে পড়ে গেছে । খবর পেয়ে গতকাল ওই এলাকা পরিদর্শন করলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সহ BJP-র বালুরঘাট টাউন কমিটির সভাপতি সুমন বর্মণ সহ অন্যরা । ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে কথাও বলেন তাঁরা ৷

আত্রেয়ী নদী সংযোগকারী খাঁড়িটি বালুরঘাট শহরের মধ্যে বয়ে গিয়েছে । খাঁড়িটি আপাত শান্ত হলেও গত কয়েকদিন ভারী বৃষ্টির ফলে ফুলেফেঁপে উঠেছে । আত্রেয়ীর জল বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এলাকায় । দু'দিন আগে থেকে খাঁড়ির জল নামতে শুরু করে । এর মধ্যেই শুক্রবার দুপুর থেকেই ওই এলাকায় ধস নামে । ভেঙে পড়ে একাধিক বাড়ি । এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা পৌরসভার কাছে তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি করে । এছাড়াও খাঁড়ি বরাবর গার্ডওয়ালের ব্যবস্থা করারও দাবি জানান ।

সময়মতো বাসিন্দারা বাড়ি ছেড়ে বেরিয়ে আসায় কেউ হতাহত হয়নি ৷ স্থানীয় বাসিন্দা রাজুচন্দ্র দাস বলেন, "ধস নামার পর থেকে একের পর এক ঘর ভেঙে পড়তে শুরু করে । তাড়াহুড়ো করে আমরা বাইরে আসি । সকলের সাহায্যে কিছু সামগ্রী বের করে নিয়ে আসতে পারি । চোখের সামনেই ঘরগুলি ভেঙে খাঁড়িতে চলে গেল । গার্ডওয়াল না থাকায় ধস নেমেছে । এই অবস্থায় সরকারি সাহায্যের আর্জি জানিয়েছি ।"

BJP সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "এলাকার প্রায় 30টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । মানুষ গৃহহীন হয়ে পড়েছে । আমরা এদের ক্ষতিপূরণের দাবি ও এলাকায় বাঁধ নির্মাণের দাবিতে আন্দোলন চালিয়ে যাব ।" বালুরঘাট পৌরসভার প্রশাসক তথা মহকুমাশাসক বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় বলেন, "ঘটনার পরই এলাকার একটি লজ খুলে দেওয়া হয়েছিল । সেখানে জল ও খাবারের ব্যবস্থাও করা হয়েছিল । কিন্তু কোনও বাসিন্দা সেখানে যেতে রাজি হননি । তারা তাদের ভাঙা বাড়িগুলি পাহারা দেবেন বলে জানিয়েছেন । তবে আমরা বাসিন্দাদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রেখেছি । সেচ বিভাগের সঙ্গেও কথা হয়েছে । তারা সমস্যা সমাধানের চেষ্টা করছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.