ETV Bharat / state

বালুরঘাটে অস্বাভাবিক মৃত্যু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর, কারণ নিয়ে ধন্দে পরিবার

author img

By

Published : Apr 11, 2020, 9:57 PM IST

পুষ্প পাহান নামে ওই ছাত্রী এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল । বেশ কয়েকটি পরীক্ষা হলেও লকডাউনের জন্য বাকি পরীক্ষা স্থগিত হয়ে যায় । পরিবারের দাবি, শুক্রবার দুপুরে কীটনাশক খায় পুষ্প ।

বালুরঘাটে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, কারণ নিয়ে ধন্দে পরিবার
বালুরঘাটে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, কারণ নিয়ে ধন্দে পরিবার

হিলি, 11 এপ্রিল: অস্বাভাবিক মৃত্যু হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর । শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের হিলি থানার জামালপুরে । মৃত ছাত্রীর নাম পুষ্প পাহান (17)। শনিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় হিলি থানার পুলিশ । পুলিশের অনুমান, আত্মহত্যা করেছে ওই কিশোরী । তবে কী কারণে এই ঘটনা ঘটল তা নিয়ে ধন্দে গোটা পরিবার ।

জানা গেছে, পুষ্প পাহান নামে ওই ছাত্রী চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল । বেশ কয়েকটি পরীক্ষা হলেও লকডাউনের জন্য বাকি পরীক্ষা স্থগিত হয়ে যায় । পরিবারের দাবি, শুক্রবার দুপুরে কীটনাশক খায় পুষ্প । বিষয়টি জানতে পেরে তাকে বালুরঘাট জেলা সদর হাসপাতালে ভরতি করা হয় । শুক্রবার রাতেই হাসপাতালে মৃত্যু হয় ওই ছাত্রীর । এবিষয়ে মৃতার মামা রঞ্জন পাহান জানান, ভাগ্নির মধ্যে অস্বাভাবিক কোনও কিছু লক্ষ্য করেননি তারা । কেন সে এমন করল তা ভেবে পাচ্ছে না পরিবারের লোকজন ।

অন্যদিকে, শনিবার সকালে হিলির তগানার ফতেপুর এলাকায় এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো দেহ মেলে । মৃতের নাম সঙ্গীতা মহন্ত(20)। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আত্মঘাতী হয়েছে ওই গৃহবধূ বলে অনুমান স্থানীয়দের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.