ETV Bharat / state

স্টেশনগুলিতে ভাঙচুরের জের, বালুরঘাট থেকে তেভাগা ছাড়া সব ট্রেন বাতিল

author img

By

Published : Dec 20, 2019, 9:32 AM IST

Train
বাতিল ট্রেন

নাগরিকত্ব সংশোধনী আইনের জেরে রাজ্যের একাধিক জেলায় প্রতিবাদ হয়েছিল যার আঁচ লেগেছিল দক্ষিণ দিনাজপুর জেলাতেও । যার জেরে এজেলার শেষপ্রান্তে থাকা প্রধান স্টেশন বালুরঘাট থেকে চলাচলকারী সব ট্রেন গত রবিবারই বাতিল করা হয় । গতকাল এই স্টেশন থেকে থেকে কলকাতা যাওয়ার তেভাগা এক্সপ্রেস চালু হয় । কিন্তু বাতিল হওয়া অন্য তিন জোড়া ট্রেন চালু হয়নি ।

বালুরঘাট, 20 ডিসেম্বর : তেভাগা এক্সপ্রেস চালু হলেও 24 ডিসেম্বর পর্যন্ত বাতিল বালুরঘাট স্টেশন থেকে যাতায়াত করা উত্তরপূর্ব ডিভিশনের অধীনে থাকা তিনটি গুরুত্বপূর্ণ ট্রেন । ফলে বিপাকে পড়েছে দক্ষিণ দিনাজপুর সহ বালুরঘাটের বাসিন্দারা ৷ তাদের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে ট্রেনগুলি বন্ধ করা হয়েছে ৷ কেউ কেউ বলছেন, মালদা থেকে ট্রেন চলাচলে সমস্যা না হলে, বালুরঘাটে সমস্যা হবে বলে কেন মনে করা হচ্ছে ? রেলের উত্তরপূর্ব ডিভিশন সূত্রে খবর, CAA নিয়ে আন্দোলনের জেরে বালুরঘাট থেকে ট্রেন যাতায়াত বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে ৷

নাগরিকত্ব সংশোধনী আইনের জেরে যে প্রতিবাদ রাজ্যের একাধিক জেলায় হয়েছিল তার আঁচ লেগেছিল দক্ষিণ দিনাজপুর জেলাতেও । যার জেরে এজেলার শেষপ্রান্তে থাকা প্রধান স্টেশন বালুরঘাট থেকে চলাচলকারী সব ট্রেন গত রবিবারই বাতিল করা হয় । পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হতে শুরু করে ৷ বিভিন্ন স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয় । গতকাল এই স্টেশন থেকে থেকে কলকাতা যাওয়ার তেভাগা এক্সপ্রেস চালু হয় । কিন্তু বাতিল হওয়া অন্য তিন জোড়া ট্রেন চালু হয়নি । বরং বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি, বালুরঘাট-মালদা প্যাসেঞ্জার ও বালুরঘাট-মালদা গৌড় লিঙ্ক ট্রেনগুলি 24 ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হয় ।

Balurghat
চলছে না ট্রেন, ফাঁকা বালুরঘাট স্টেশন চত্বর

এবিষয়ে একলাখি বালুরঘাট রেল উন্নয়ন কমিটির কর্মকর্তা পীযূষ দেব, জিষ্ণু নিয়োগি বলেন, "ট্রেন বন্ধ থাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে ৷ অশান্তি হয়েছিল এমন অনেক জায়গা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে । মালদার মতো স্টেশন থেকে ট্রেন চলছে । বালুরঘাট থেকে চলা সব ট্রেন মালদা হয়েই যায় । বালুরঘাট থেকে মালদা পর্যন্ত কোনও সমস্যা নেই বা হয়নি । এখান থেকে তেভাগা এক্সপ্রেসকেও চালানো শুরু হল । অথচ অন্য তিনটি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল রাখা হয়েছে ৷"

Balurghat
বালুরঘাট স্টেশনে অশান্তি হয়নি , তাহলে এখান থেকে কেন বন্ধ ট্রেন চলাচল ? উঠছে প্রশ্ন

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "নিরপত্তার কারণে রেল এই সিদ্ধান্ত নিয়েছে । বহু জায়গাতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে । সমস্যার কারণেই ট্রেনগুলি বাতিল রাখা হয়েছে ।" তবে তিনি জানান, রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন ৷

Intro:তেভাগা এক্সপ্রেস বাদে বাকি সব ট্রেন ২৪ ডিসেম্বর অবধি বাতিল করল রেল, ক্ষোভ বিভিন্ন মহলে।।

বালুরঘাট, ১৯ ডিসেম্বর: তেভাগা এক্সপ্রেস চালু হলেও আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত বাতিল বালুরঘাট স্টেশন থেকে যাতায়াত করা উত্তরপূর্ব ডিভিশনের অধীনে থাকা ৩ টি গুরুত্বপূর্ণ ট্রেন। উদ্দেশ্য প্রনোদিত ভাবে ট্রেন বন্ধ রাখায় ক্ষোভ দক্ষিণ দিনাজপুর তথা বালুরঘাটের বাসিন্দাদের। সরব বালুরঘাটের বিধায়ক থেকে শুরু স্থানীয় সাধারণ নাগরিক এবং রেল উন্নয়ন কমিটিগুলি। এই মুহূর্তে মালদা থেকে ট্রেন চলাচলে সমস্যা না হলে, বালুরঘাটের সমস্যা কোথায় তা নিয়েই উঠেছে প্রশ্ন?

জানা গেছে, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রভাব এসে পরেছিল অন্যান্য জায়গার মত দক্ষিণ দিনাজপুর জেলাতেও। এই জেলার শেষপ্রান্তে থাকা প্রধান স্টেশন বালুরঘাট থেকে চলাচলকারী সব ট্রেন গত রবিবারই বাতিল করা হয়েছিল। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতেই বিভিন্ন স্টেশন থেকে বহু ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার এই স্টেশন থেকে থেকে কলকাতা যাওয়ার তেভাগা এক্সপ্রেস চালু হয়। এদিন ভোরে ওই ট্রেনটি এখান থেকে ছেড়ে কলকাতা গিয়েছে। কিন্তু বাতিল হওয়া অন্য তিন জোড়া, অর্থাৎ ৬ টি ট্রেন চালু হয়নি। দুপুরের বালুরঘাট- শিলিগুড়ি ইন্টারসিটি, বালুরঘাট মালদা প্যাসেঞ্জার এবং বিকেলের বালুরঘাট মালদা গৌড় লিঙ্ক ট্রেনগুলি আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত বাতিল রাখা হয়েছে। এতেই ক্ষোভ সব মহলের।

এবিষয়ে একলাখি বালুরঘাট রেল উন্নয়ন কমিটির কর্মকর্তা পীযূষ দেব, যীষ্ণু নিয়োগী বলেন, বালুরঘাট থেকে দূরবর্তী কলকাতা এবং শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা ভেঙে পরেছে সম্পূর্ণভাবে। যে এলাকাগুলোতে সমস্যা ছিল, সেখানকার বহু জায়গা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। মালদার মত স্টেশন থেকে ট্রেন চলছে স্বাভাবিক ভাবেই। বালুরঘাট থেকে চলা সব ট্রেন মালদা হয়েই যায়। বালুরঘাট থেকে মালদা পর্যন্ত কোনো সমস্যা নেই বা হয়নি। এখান থেকে তেভাগা এক্সপ্রেসকেও চালানো শুরু হল। অথচ অন্য তিনটি গুরুত্বপূর্ণ ট্রেনকে বাতিল রাখা হয়েছে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত। মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ জমা হয়েছে। তারা ইতিমধ্যে বালুরঘাটের সাংসদ ও কতৃপক্ষকেও জানিয়েছেন ট্রেনগুলি চালানোর জন্য।

এবিষয়ে বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরী জানান, বালুরঘাট স্টেশন থেকে একটি ট্রেন যাতায়াত শুরু হয়েছে। কিন্ত অন্যগুলিকে বাতিল রাখা হয়েছে। অথচ বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলাতেই ট্রেনে কোনো হিংসার ঘটনা ঘটেনি। কি কারণে রেলের এই খামখেয়ালিপনা তা জানা নেই। দ্রুত ট্রেনগুলি না চললে তারা আন্দোলনের সিদ্ধান্ত নেবেন।

অন্য দিকে এবিষয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, নিরপত্তার কারণে রেল এই সিদ্ধান্ত নিয়েছে। বহু জায়গাতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। সমস্যার কারণেই ট্রেনগুলি বাতিল রাখা হয়েছে। তবু তিনি এই ব্যাপারে কথা বলবেন রেল কর্তৃপক্ষের সাথে।Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.