ETV Bharat / state

স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গঙ্গাসাগরে জোরকদমে চলছে বর্জ্য পুনর্নবীকরণের কাজ

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 4:22 PM IST

Gangasagar Mela 2024: গঙ্গাসাগরে মানুষের ভিড় যত বাড়ছে ৷ তত বেশি জমা হচ্ছে নোংরা-আবর্জনা ৷ সেইসব বর্জ্য থেকে গঙ্গাসাগরকে মুক্ত করতে উদ্যোগ নিয়েছে এক স্বেচ্ছাসেবী সংস্থা ৷ বর্জ্য সংগ্রহ করে তারা সেগুলি পুনর্নবীকরণের কাজ করছে ৷
Gangasagar Mela waste recycling
বর্জ্য পুনর্নবীকরণের কাজ

গঙ্গাসাগরে জোরকদমে চলছে বর্জ্য পুনর্নবীকরণের কাজ

গঙ্গাসাগর, 16 জানুয়ারি: কথায় বলে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার । গঙ্গাসাগরে যেমন লক্ষ লক্ষ মানুষের মোক্ষলাভের আশায় সমাগম ঘটে এই সময়, তেমনই জমা হয় প্রচুর পরিমাণে বর্জ্য ৷ এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে তাই গঙ্গাসাগরে ফেলে যাওয়া এইসব বিভিন্ন আবর্জনা দিয়ে তৈরি হচ্ছে রাসায়নিক সার ৷ ব্যবহৃত কাচের বোতলগুলি রঙিন করে তৈরি করা হচ্ছে সুন্দর ফুলদানি ৷ এছাড়া পুরাতন পোশাক থেকে মাদুর এবং ব্যাগ প্রস্তুত করছেন মহিলারা ।

দক্ষিণ 24 পরগনা জেলায় কপিলমুনির আশ্রম প্রাঙ্গনে 8 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। এই বছর অন্তত 40 লক্ষ পুণ্যার্থী আসবেন বলে আশা করা হচ্ছে জেলা প্রশাসনের তরফে । কুম্ভ মেলার পরে সবথেকে বড় মেলা হল গঙ্গাসাগর । আর এই উত্‍সব উপলক্ষে প্রচুর মানুষ জড়ো হন এই গঙ্গাবক্ষে । দেশ-বিদেশ থেকে সমস্ত তীর্থযাত্রীরা এই গঙ্গাসাগর মেলাতে পুণ্যলাভের আশায় আসে । তাই এত মানুষের সমাগম হওয়ার কারণে সাগর চত্বরে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা একসঙ্গে জমা হয় । আর সেই কথা মাথায় রেখে এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে এই উদ্যোগ ৷

বর্জ্য পুনর্নবীকরণের কাজ করতে মেদিনীপুরের তমলুক থেকে আনা হয়েছে প্রচুর কর্মীকে ৷ এই কাজের বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক মায়া সরকার জানান, পুণ্যার্থীদের ফেলে দেওয়া বর্জ্য তাঁরা সংগ্রহ করে পুনর্নবীকরণের মাধ্যমে জৈব সার কিংবা নানান ঘর সাজানোর জিনিস তৈরি করছেন । ইতিমধ্যেই সাড়ে চার থেকে পাঁচ টন বর্জ্য পদার্থ পুনর্নবীকরণ করা হয়েছে । বর্জ্য পদার্থগুলি সংগ্রহ করার পাশাপাশি পৃথকীকরণ করা হচ্ছে ।

তিনি বলেন, "সকল বর্জ্য পদার্থ জৈব সার তৈরি করার উপযোগী নয় ৷ তাই কিছু বর্জ্য পদার্থ দিয়ে আমরা জৈব সার তৈরি করি এবং বাকি কঠিন বর্জ্য পদার্থ গুলি দিয়ে আমরা বিভিন্ন রকমের জিনিস তৈরি করি । শুদ্ধিকরণ প্রতিবার গঙ্গাসাগরের অঙ্গীকার । এটাই আমাদের স্লোগান ৷ এই কর্মযজ্ঞে সামিল হয়েছে 300 জনেরও বেশি কর্মী । আমরা গঙ্গাসাগর মেলার আগে থেকেই আমাদের কাজ শুরু করে দিয়েছি ৷ মাঘী পূর্ণিমা পর্যন্ত এই কাজ চলবে । গঙ্গাসাগর সমুদ্র সৈকতকে পুনরায় তার আগের অবস্থানে ফিরিয়ে দিতে চেষ্টা করব আমারা । মূলত প্লাস্টিক পদার্থগুলিকে বর্জন করে গঙ্গাসাগরকে রক্ষা করা আমাদের লক্ষ্য ।"

আরও পড়ুন:

  1. নিরাপত্তার চাদরে ঢাকা পড়ল গঙ্গাসাগর, আকাশ-জলপথে বাড়তি নজরদারি
  2. মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান রাজ্যের চার মন্ত্রীর
  3. ঘন কুয়াশা ও কনকনে শীতকে উপেক্ষা করে গঙ্গাসাগরে চলছে সংক্রান্তির পুণ্যস্নান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.