ETV Bharat / state

Post Poll Violence: বাসন্তীতে আরএসপি কর্মীর বাড়িতে আগুন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

author img

By

Published : Jul 13, 2023, 3:21 PM IST

ETV Bharat
ভোট পরবর্তী হিংসা

দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে আরএসপি কর্মীর বাড়িতে আগুন ধরানো ও প্রার্থীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ এদিকে আরএসপি কর্মীর এক আত্মীয়কে ধর্ষণ করার অভিযোগ রয়েছে তৃণমূলের কর্মীর বিরুদ্ধে ৷

বাসন্তী, 13 জুলাই: রাতে অন্ধকারে আরএসপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার ভারতগড় গ্রামপঞ্চায়েতের 4 নম্বর গরানবোস গ্রামে ৷ ওই কর্মীর ঘর আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ আক্রান্তের নাম শোয়েব সর্দার ৷ শুধু তাই নয়, আক্রান্ত আরএসপি কর্মী ও তাঁর স্ত্রীকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ ৷ অভিযুক্ত তৃণমূল কর্মী ওই আরএসপি কর্মীর এক আত্মীয়কে ধর্ষণ করেছে বলে জানা গিয়েছে ৷

পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরই বিরোধী দলের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন জায়গায় ৷ অভিযোগ, এই আগুন লাগানোর সঙ্গে পুরনো শত্রুতার যোগাযোগ রয়েছে ৷ এছাড়া এই এলাকায় তৃণমূলের জয় হওয়ায় তারা বিরোধী পক্ষ বাম দলের কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই আগুন লাগিয়েছে বলে দাবি শোয়েব সর্দার ও তাঁর স্ত্রীর ৷

আরও পড়ুন: বিজেপি নেতা খুনে সাক্ষীকে খুনের চেষ্টা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

ওই আরএসপি কর্মী জানান, তাঁর পরিবারের এক সদস্যকে ধর্ষণের অভিযোগ রয়েছে অভিযুক্ত তৃণমূল কর্মীর বিরুদ্ধে ৷ আরও জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল কর্মী শোয়েব সর্দারের কাছে এসে বারবার সেই সংক্রান্ত মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে ৷ তবে শোয়েব সর্দারের পরিবারের সদস্যরা তা করতে রাজি হননি ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আম্ফানে ঘরবাড়ি হারিয়েছেন এই আরএসপি কর্মী ৷ তারপর এক এলাকাবাসীর কাছ থেকে 5 হাজার টাকা ধার নিয়ে এই ছোট্ট কুঁড়েঘরটি বানিয়েছিলেন ৷ এর জন্য প্রতিমাসে সুদ দিতে হয় তাঁদের ৷ পুরনো ঘরটি ভেঙে যাওয়ায় এখানেই থাকতেন স্বামী-স্ত্রী ৷ বুধবার রাতে সেই ঘরটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ এই ঘটনায় বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন: নির্দলকে ভোট দেওয়ার কারণে তৃণমূল সমর্থককে 'মার' !

অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ অন্যদিকে দুই পরিবারের মধ্যে অশান্তির অভিযোগে ফের উত্তপ্ত বাসন্তী ৷ জখম হয়েছেন 4 জন ৷ বুধবার রাতে বাসন্তী থানার আমঝাড়া গ্রামপঞ্চায়েতের 8 নম্বর তিতকুমার গ্রামে এই ঘটনা ঘটে ৷ অভিযোগ, স্থানীয় দুই পরিবারের ঝামেলা দীর্ঘদিনের ৷ দুই পরিবারই আবার তৃণমূলের সমর্থক ৷ এদিনের ঝামেলায় রাজনীতির রং লাগে ৷ এরপরই রক্তারক্তি কাণ্ড ৷ আহতদের বাসন্তী ব্লকের শিমুলতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে স্থানান্তরিত করা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.