ETV Bharat / state

Panchayat Election Violence: বিজেপি নেতা খুনে সাক্ষীকে খুনের চেষ্টা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

author img

By

Published : Jul 13, 2023, 12:24 PM IST

Etv Bharat
বিজেপি কর্মী খুনের সাক্ষীকে প্রাণে মারার চেষ্টা

সিবিআই তদন্তের মধ্যেই বিজেপি নেতার খুনের মামলার অন্যতম সাক্ষীকে প্রাণে মারার চেষ্টা ৷ হাঁসুয়ার কোপ, রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন । কাঠগড়ায় তৃণমূল । শোরগোল বারাসতে।

বারাসত, 23 জুলাই: বিজেপি নেতা খুনে সাক্ষীকে খুন করার চেষ্টা । তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ।বিধানসভা ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি নেতা খুনে জারি সিবিআই তদন্ত । এরই মাঝে মামলার অন্যতম সাক্ষী খালেক আলিকে খুনের চেষ্টা । খালেক আলিকে বাঁচাতে গিয়ে হাঁসুয়ার কোপে জখম হয়েছেন দুর্লভ রুই দাস নামে আরও একজন । দু'জনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বুধবার রাতে ভরতি করা হয়েছে হাসপাতালে । ঘটনায় ব‍্যাপক শোরগোল উত্তর 24 পরগনার বারাসতের চন্দনপুর এলাকায় ৷

জানা গিয়েছে, বুধবার বাড়ির পাশে একটি মাঠে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন খালেক । তখনই স্থানীয় তৃণমূল কর্মী রাকিবুলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন খালেক । অভিযোগ, বচসা চলাকালীন হঠাৎই বাড়ি থেকে একটি হাঁসুয়া এনে খালেক-কে কোপ মারে রাকিবুল। কোপ লাগে তাঁর বাঁ কাঁধে । বন্ধুকে বাঁচাতে গিয়ে হাঁসুয়ার কোপ জখম হয় দুর্লভ । আহত ওই দু'জন বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । যদিও হাসপাতাল সূত্রের খবর, দু'জনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল।

2021-র ভোট পরবর্তী হিংসায় নিহত হয়েছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা মহম্মদ আলি । সেই বছরের 25 জুন নিজের বাড়িতেই দুষ্কৃতী হামলায় গুরুতর জখম হয়েছিলেন তিনি । 42 দিন পরে কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয় আহত বিজেপি নেতার । এরপর খুনের মামলা রুজু করে পুলিশ । বর্তমানে এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে । তদন্তের স্বার্থে বেশকয়েকবার সিবিআই দলের প্রতিনিধিরা বারাসতে গিয়ে নিহত বিজেপি নেতার পরিবারের সঙ্গে কথা বলে । তারই মধ্যে এই খুনের মামলার অন‍্যতম সাক্ষীকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠেছে ।

এদিকে,ঘটনার পরই রাতে বারাসত থানার গিয়ে রাকিবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন খালেকের স্ত্রী মর্জিনা বিবি । তিনি বলেন,"মহম্মদ আলি খুনে সাক্ষ্য দেওয়ার কারণেই স্বামীকে প্রাণে মারার চেষ্টা করা হয় । এর সুবিচার চাই আমরা ।"

আরও পড়ুন : সবুজের মাঝে নির্দল প্রার্থী জয়ে উড়ল বেগুনি আবীর

একই দাবি নিহত বিজেপি নেতার দাদা আব্দুল জলিলের । তাঁর কথায়," প্রথম থেকেই এই মামলায় সাক্ষীদের বাধা দেওয়ার চেষ্টা চলছে । তা সত্ত্বেও সাক্ষীরা সাক্ষ‍্য দিয়েছেন আদালতে গিয়ে । সেই কারণেই এত আক্রোশ তৃণমূলের । ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক সেটাই আমরা চাই । না-হলে দুষ্কৃতীদের সাহস আরও বাড়বে ।"

আরও পড়ুন : বারাসতে গণনাকেন্দ্রেই সিপিএম প্রার্থীকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

অন‍্যদিকে, ঘটনার সঙ্গে ভোট পরবর্তী হিংসা মামলার কোনও যোগ নেই বলে জানান স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং বারাসতের তৃণমূলের সভাপতি অরুণ ভৌমিক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.